সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশের সামনে মাঝারি লক্ষ্য
হার-জিত খেলার অংশ হলেও অনেক সময় একটি হারেই পাল্টে যেতে পারে গোটা পরিবেশ। বাংলাদেশ দলে এখন তেমনই বদলে যাওয়া অবস্থা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ম্যাচ খেলে প্রস্তুতি সারতে গিয়ে উল্টো অস্বস্তিতে পড়তে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে।
আয়োজক হিসেবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে সফরকারীরা। তিন ম্যাচের সিরিজ দ্বিতীয় ম্যাচটি তাই শান্তদের জন্য টিকে থাকার লড়াই। এই ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ প্রতিপক্ষকে অল্প রানেই বেধেছে।
বৃহস্পতিবার টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে দুই ওপেনার স্টিভেন টেইলর ও অধিনায়ক মোনান্ক প্যাটেলের পর অ্যারন জোন্সের ব্যাটে ৬ উইকেটে ১৪৪ রান তুলেছে আগে ব্যাটিং করা যুক্তরাষ্ট্র। এই তিনজনই কেবল রান করেছেন, বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
শুরুটা মন্দ ছিল না তাদের, উদ্বোধনী জুটিতে ৬.৪ ওভারে ৪৪ রান যোগ করেন টেইলর ও প্যাটেল। এই জুটি ভাঙেন বাংলাদেশের লিগ স্পিনার রিশাদ হোসেন। ফেরার আগে ২৮ বলে ৩টি চার ও ২টি চারে ৩১ রান করেন টেলর। এই ওভারে আন্দ্রের গৌসকেও ফেরান রিশাদ।
তৃতীয় উইকেটে জুটি গড়েন প্যাটেল ও জোন্স। ৫৬ বলে ৬০ রানের জুটি গড়েন তারা। সর্বোচ্চ রানের ইনিংস খেলেন প্যাটেল। ৩৮ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৪২ রান করেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। ৩৪ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৫ রান করেন জোন্স। বাংলাদেশের শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রিশাদ ২টি করে উইকেট নেন।