ভারতের কোচ পদে আবেদন করেছেন ‘টেন্ডুলকার', 'ধোনি', 'নরেন্দ্র মোদি'!
বিশ্বের সেরা ক্রিকেট দলগুলোর একটি ভারত। বাঘা বাঘা সব তারকা ক্রিকেটারদের জন্ম দিয়েছে দেশটি। সবসময়ই প্রতিভায় পরিপূর্ণ থাকে ভারতের জাতীয় ক্রিকেট দল।
এমন দলের কোচ কে না হতে চাইবেন! এই কোচ হতে ইচ্ছুকদের তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, নরেন্দ্র মোদি, অমিত শাহ হরভজন সিং আর বীরেন্দর শেবাগরাও। কিন্তু সেটি কীভাবে সম্ভব?
আদতে নামগুলো ঠিকই আছে, শুধু মানুষগুলোই ঠিক নন। আসল ঘটনা হলো, ভারতের রাজনীতিবিদ এবং ক্রিকেটারদের নাম ব্যবহার করে অনেকেই আবেদন করেছেন জাতীউ দলের প্রধান কোচ পদে। অর্থাৎ ভুয়া নামে আবেদন করেছেন তারা!
ভারত দলের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআই এর চুক্তির মেয়াদ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার আগেই ১৩ মে প্রধান কোচ পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। গতকাল ছিল আবেদনের শেষ সময়সীমা। যেখানে তিন হাজারেরও বেশি আবেদন পেয়েছে বিসিসিআই।
তবে এত আবেদন পড়ার কারণ আর কিছুই নয়, ভারতের সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস' জানিয়েছে, বেশির ভাগ আবেদনই করা হয়েছে ভুয়া নামে। ক্রিকেটার এবং রাজনীতিবিদদের নামই বেশি ব্যবহার করা হয়েছে এসব আবেদনের ক্ষেত্রে।
তা এই ভুয়া আবেদন নিয়ে এত রব ওঠার কারণ কী? কারণ একটাই, এত ভুয়া আবেদনের মধ্যে কারা আসল লোকজন সেটি বের করতে হিমশিম খাচ্ছে বিসিসিআই।
ভুয়া আবেদন নিয়ে বিসিসিআইয়ের এমন যন্ত্রণায় পড়ার ঘটনা এই প্রথম নয়। ২০২২ সালে প্রধান কোচ চেয়ে দেওয়া বিজ্ঞপ্তিতেও প্রায় পাঁচ হাজার ভুয়া আবেদন পেয়েছিল বিসিসিআই, যেখানে তারকাদের নাম ব্যবহার করে আবেদন করেছিলেন ভিন্ন ভিন্ন মানুষজন।