ভিসার দৃঢ়তায় সুপার ওভারে ওমানকে হারাল নামিবিয়া
চলতি বিশ্বকাপের প্রথম সুপার ওভারের দেখা মিলল নামিবিয়া-ওমান ম্যাচে। আর সেখানে ওমানকে হারিয়ে জিতেছে নামিবিয়া। বার্বাডোসের কেনিংটন ওভালে সুপার ওভারে নামিবিয়ার জয়ের নায়ক ডেভিড ভিসা।
লো স্কোরিং ম্যাচে ওমানের দেওয়া মামুলি লক্ষ্য পার হতে পারেনি নামিবিয়া। ম্যাচ টাই হলে গড়ায় সুপার ওভারে। সেখানে অবশ্য নামিবিয়ার কাছে পাত্তা পায়নি ওমান।
সুপার ওভারে ২১ রান তোলে নামিবিয়া। ডেভিড ভিসা চার বল খেলে করেন ১৩ রান, এরাসমাসের ব্যাট থেকে আসে দুই বলে আট রান। এরপর নামিবিয়ার হয়ে সুপার ওভারে বলও করেন ভিসাই। দুর্দান্ত এক ওভার করে মাত্র ১০ রান দেন এই অলরাউন্ডার। ম্যাচ জিতে যায় নামিবিয়া।
এর আগে মূল ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় নামিবিয়া। ওমান সবকটি উইকেট হারিয়ে করতে পারে মাত্র ১০৯ রান। সর্বোচ্চ ৩৪ রান আসে খালিদ কাইলের ব্যাট থেকে। নামিবিয়ার ট্রাম্পেলমান মাত্র ২১ রান দিয়ে চার উইকেট শিকার করেছেন। ভিসা নিয়েছেন ২৮ রান দিয়ে তিন উইকেট।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়া ২০ ওভার খেললেও থেমে যায় ওমানের সমান রানেই। ফ্রাইলিংক ৪৫ রান করলেও তা ম্যাচ জেতাতে যথেষ্ট হয়নি। ওমানের মেহরান খান মাত্র সাত রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন।