হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ
যুক্তরাষ্ট্রের কাছে হারের ক্ষত শুকাতেই বেশ সময় লাগার কথা পাকিস্তান দলের। সেখানে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে বল টেম্পারিংয়ের অভিযোগ। সেই অভিযোগও এসেছে আবার যাদের কাছে পাকিস্তান হেরেছে, সেই যুক্তরাষ্ট্র দলেরই এক সদস্যের কাছ থেকে।
যারা ক্রিকেটের খুঁটিনাটি নিয়ে খোঁজ রাখেন তারা রাস্টি থেরনকে চিনে থাকবেন। দক্ষিণ আফ্রিকার হয়ে কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন থেরন। এরপর খেলা চালিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের হয়ে।
ডালাসে গতকাল যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়ের পর পাকিস্তানের পেসার হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন থেরন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে থেরন লিখেছেন, 'আইসিসি, মাত্রই পরিবর্তন করা বলে আঁচড় দিয়ে ছালচামড়া তুলে ফেলাটা কি আমরা না দেখার ভান করে থাকব? মাত্র দুই ওভার আগে পাল্টানো বল রিভার্স সুইং করছে! হারিস রউফের বুড়ো আঙুলের নখ দিয়ে বলের ওপর আঁচড়ানো সবাই দেখেছে।'
যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, বল রিভার্স সুইং করায় তারা ইয়র্কার দেওয়ার চেষ্টা করেছেন। তবে থেরন ছাড়া আর কেউ এখন পর্যন্ত হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তোলেননি। ২০১১ আইপিএলে ডেকান চার্জাস ও ২০১৫ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন থেরন।
দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১০-২০১২ সাল পর্যন্ত। এরপর যুক্তরাষ্ট্রের হয়ে কিছুদিন খেলেছেন এই পেসার। থেরনের এই অভিযোগ আইসিসি আমলে নেয় কিনা, সেটিই এখন দেখার বিষয়।