আমিরের জোড়া আঘাতে কোণঠাসা ভারত
সূর্যুকমার যাদব ও শিভম ধুবেকে অল্প সময়ের ব্যবধানে হারিয়ে এমনিতেই চাপে পড়ে যায় ভারত। সেই চাপ আরও বাড়ালেন মোহাম্মদ আমির। বাঁহাতি এই পেসার টানা দুই বলে ফিরিয়ে দিয়েছেন ৪২ রান করা ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেকাকে। ১৫ ওভার শেষে ৭ উইকেটে ভারতের সংগ্রহ ৯৭ রান। আর্শদীপ সিং ১ রানে ব্যাটিং করছেন, হার্দিক পান্ডিয়া ৭ বল খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি।
নাসিমের তৃতীয় উইকেট, আবারও চাপে ভারত
সূর্যকুমার যাদবকে ফেরালেন হারিস রউফ। ভারতের পরের উইকেট তুলে নিতে সময় নিলেন না দারুণ বোলিং করে যাওয়া নাসিম শাহ। শিভম দুবেকে সাজঘর দেখিয়ে দিলেন পাকিস্তানের ডানহাতি এই পেসার। দ্রুত দুই উইকেট হারিয়ে আবারও চাপে পড়েছে রোহিত শর্মার দল। ১৪ ওভার শেষে ৫ উইকেটে ভারতের সংগ্রহ ৯৬ রান। ঋষভ পন্ত ৪২ রানে ব্যাটিং করছেন, হার্দিক পান্ডিয়া এখনও রানের খাতা খোলেননি। ৩ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাসিম।
অক্ষরকে ফিরিয়ে জুটি ভাঙলেন নাসিম শাহ
বিরাট কোহলি ও রোহিত শর্মাকে হারানোর ধাক্কা কাটিয়ে উঠেছিল ভারত। ভালোই ব্যাটিং করছিলেন ঋষভ পন্ত ও অক্ষর প্যাটেল। কিন্তু এই জুটি ভেঙে আবারও ভারতের চাপ বাড়ালেন নাসিম শাহ। কোহলিকে ফিরিয়ে প্রথম আঘাত হানা ডানহাতি এই পেসার এবার ফেরালেন ২০ রান করা অক্ষরকে।
পন্ত-অক্ষরের জুটি থেকে ৩৩ বলে ৩৯ রান পায় ভারত। ৮ ওভার শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৬২ রান। পন্ত ১৭ ও সূর্যকুমার যাদব ৪ রানে ব্যাটিং করছেন।
পাওয়ার প্লেতে ভারতের হাফ সেঞ্চুরি
তিন ওভারের মধ্যে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে হারানোর চাপ কাটিয়ে উঠেছে ভারত। ঋষভ পন্ত ও অক্ষর প্যাটেলের ব্যাটে এগিয়ে যাচ্ছে তারা। পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৫০ রান তুলেছে শিরোপা প্রত্যাশী দলটি। পন্ত ও অক্ষর, দুজনই ১৫ রানে ব্যাটিং করছেন।
তিন ওভারের মধ্যেই ফিরে গেলেন কোহলি-রোহিত
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি বাগড়ার ম্যাচে শুরুটা ভালো হলো না ভারতের। দ্বিতীয় ওভারেই ফিরে যান বিরাট কোহলি। পাকিস্তানের পেসার নাসিম শাহকে চার মারার পরের বলেই কভার পয়েন্টে ধরা পড়েন কোহলি।
পরের ওভারে থামলেন অধিনায়ক রোহিম শর্মাও। শাহিন শাহ আফ্রিদিকে তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে হারিস রউফের হাতে ধরা পড়েন ১২ বলে একটি করে চার ও ছক্কায় ১৩ রান করা ডানহাতি এই ওপেনার। ৩ ওভার শেষে ২ উইকেটে ভারতের সংগ্রহ ২০ রান। নতুন দুই ব্যাটসম্যান ঋষভ পন্ত ও অক্ষর প্যাটেল কেউ-ই রানের খাতা খোলেননি।
বৃষ্টি থেমেছে, খেলা শুরু ১০টায়
এক ওভার পরই বৃষ্টি হানা দিয়েছিল, তবে বেশিক্ষণ ঝরেনি। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ১ ওভারে বিনা উইকেটে ভারতের সংগ্রহ ৮ রান। শাহিন শাহ আফ্রিদিরি করা ওভার থেকে সবগুলো রানই তোলেন রোহিত শর্মা। এখনও কোনো বল খেলেননি বিরাট কোহলি। কয়েক দফায় বৃষ্টি হলেও এখনও কোনো ওভার কমেনি।
এক ওভার পর আবার বৃষ্টির হানা
বৃষ্টির কারণে টস হলো ৩০ মিনিট পর। টসের পর আবার বৃষ্টি, খেলা শুরুর সময় আরও পেছালো। বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে শুরু হলো খেলা। কিন্তু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আবারও ফিরেছে বৃষ্টি। এক ওভার পরই খেলা বন্ধ হয়ে গেছে।
শাহিন শাহ আফ্রিদির করা প্রথম ওভার থেকে ৮ রান তুলেছে ভারত। সবগুলো বলই খেলেছেন অধিনায়ক রোহিত শর্মা। একটি ছক্কা ও একটি ডাবলে এই রান তোলেন তিনি।
ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট ভক্তদের কাছে তা বিশেষ আগ্রহের। আর ম্যাচটা যদি হয় বিশ্বকাপের, সেই আগ্রহ বেড় যায় আরও বহুগুণে। প্রতিক্ষিত এমনই এক লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ লড়বে ভারত-পাকিস্তান।
ম্যাচে টস ভাগ্য পক্ষে গেছে পাকিস্তানের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম। ম্যাচটি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে শুরু হবে। দ্বিতীয় দফায় বৃষ্টি থামার পর ম্যাচ শুরুর নতুন সময় দেওয়া হয়েছে। ম্যাচটি সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে পিছিয়ে যায়।
আয়ারল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত। কিন্তু পাকিস্তানের শুরু হয় হতাশায়, বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হারে তারা। টুর্নামেন্টে টিকে থাকতে আজকের ম্যাচটি বাবর আজমের দলের জন্য মহাগুরুত্বপূর্ণ।
এমন ম্যাচের আগে ইতিহাসকে সঙ্গে পাচ্ছে না তারা। সংক্ষিপ্ততম এই ফরম্যাটের বিশ্ব আসরে ভারতের বিপক্ষে আগের ৭ সাক্ষাতে পাকিস্তানের জয় যে কেবল একটি! টি-টোয়েন্টিতে মোট লড়াইয়েও পিছিয়ে পাকিস্তান। ১২ ম্যাচের মধ্যে ভারতের জয় ৯ ম্যাচে, পাকিস্তান জিতেছে ৩টি ম্যাচে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিভাব দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ আমির।