বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টসে বিলম্ব
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ শুরু হওয়ার কথা রাত সাড়ে আটটায়, যদিও সময় মতো খেলা শুরু হচ্ছে না। বাংলাদেশ সময় রাত ৮টায় টস হওয়ার কথা, কিন্তু কিংসটাউনে হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় সেটাও সম্ভব হয়নি ।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর কমেন্ট্রিতে বলা হয়েছে, বাতাসে ভেসে আসা মেঘ থেকে বৃষ্টি, নাকি এই বৃষ্টি থামতে সময় লাগবে; এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। কিছুক্ষণ পরই অবশ্য অবস্থা বদলেছে, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হবে। খেলা শুরু হবে এর ১৫ মিনিট পর।
ম্যাচটি শেষ পর্যন্ত না হলে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের জন্য সেটা ধাক্কাই হবে। কারণ এই ম্যাচের ফলেই অনেকটা নিশ্চিত হয়ে যেত দক্ষিণ আফ্রিকার পর এই গ্রুপ থেকে সুপার এইটে কারা উঠতে যাচ্ছে।
আবার বৃষ্টি হলে অবশ্য শ্রীলঙ্কার সমর্থকদের খুশি হওয়ার কথা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে যায় লঙ্কানরা, পরের ম্যাচে নেপালের বিপক্ষে মাঠেই নামা হয়নি। বৃষ্টিতে ভেসে যায় ম্যাচটি। এক পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপে সবার নিচে শ্রীলঙ্কা।
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ না হলে দুই দলেরই পয়েন্ট হবে তিন। শ্রীলঙ্কার সুপার এইটের আশা তখনও বেঁচে থাকবে। বৃষ্টিসহ অন্যান্য ম্যাচের জটিল সমীকরণে আশা একেবারে শেষ হয়ে যাবে না তাদের।