সাকিবের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি
নেদারল্যান্ডসের বিপক্ষে চার ওভারের মধ্যে দুই উইকেট হারালেও চাপ বুঝতে হয়নি বাংলাদেশকে। তৃতীয় উইকেটে জুটি গড়ে দাপুটে ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যান তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান। তাদের ব্যাটে বড় সংগ্রহের আশা জাগে। যদিও এই জুটি ভাঙার পর কমে যায় রান তোলার গতি। এরপরও সাকিবের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ ও শেষ দিকে নেমে ঝড়ো ব্যাটিং করা জাকের আলী অনিকের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৯ রান তুলেছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বাংলাদেশের ইনিংসের কাণ্ডারী ছিলেন সাকিব। এক বছর আট মাস পর টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করা বাঁহাতি এই অলরাউন্ডার ৪৬ বলে ৯টি চারে ৬৪ রানের হার না মানা ইনিংস খেলেন।
দীর্ঘদিন পর ব্যাট হাতে দাপট দেখানো সাকিবের এটা টি-টোয়েন্টিতে ১৩তম ও বিশ্বকাপের চতুর্থ হাফ সেঞ্চুরি। সাকিবের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি গড়া তানজিদও দারুণ ছিলেন। বাঁহাতি তরুণ এই ওপেনার ২৬ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩৫ রান করেন। মাহমুদউল্লাহ ২১ বলে করেন ২৫ রান। ৭ বলে ৩টি চারে অপরাজিত ১৪ রান করেন জাকের। আজও ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ১ রান করেন তিনি। লিটন কুমার দাসও ১ রান করেই থামেন। আগের দুই ম্যাচের কাণ্ডারি তাওহিদ আজ ১৫ বলে ৯ রান করেন। নেদারল্যান্ডসের আরিয়ান দত্ত ও পল ফন মেকেরেন ২টি করে উইকেট পান।
এক বছর আট মাস পর সাকিবের ব্যাটে হাফ সেঞ্চুরি
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে বিবর্ণ ছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ রান করা অভিজ্ঞ এই অলরাউন্ডার পরের ম্যাচে করেন ৩ রান। অবশ্য অনেক দিন ধরেই টি-টোয়েন্টিতে সাকিবের ব্যাটে রান নেই।
অবশেষে হাসলো তার ব্যাট। নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব। সংক্ষিপ্ত এই ফরম্যাটে এক বছর আট মাস পর ও ১৯ ইনিংস পর পঞ্চাশ ছুঁলেন তিনি। এর আগে ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন তিনি।
টি-টোয়েন্টিতে এটা সাকিবের ১৩তম হাফ সেঞ্চুরি, টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ। ৩৮ বলে হাফ সেঞ্চুরি করেন সাকিব। ১৮ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৩৩ রান। সাকিব ৫১ ও জাকের আলী ১ রানে ব্যাটিং করছেন।
দারুণ তানজিদ-সাকিবে বাংলাদেশের সেরা পাওয়ার প্লে
দ্বিতীয় ওভারেই ফিরে যান নাজমুল হোসেন শান্ত। পারেননি লিটন কুমার দাসও, চতুর্থ ওভারের প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন তিনি। ২৩ রানে ২ উইকেট হারানো দলকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান।
তাদের দাপুটে ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৪ রান তুলেছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে এটাই তাদের সেরা পাওয়ার প্লে। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে ৩৪ রান তোলা দলটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়ার প্লেতে করে ১ উইকেটে ২৯ রান।
লোগান ফন বিকের করা ইনিংসের ষষ্ঠ ওভারে ৪টি ৪ মারেন সাকিব। এই ম্যাচে সাবলীল মনে হচ্ছে ব্যাট হাতে দীর্ঘদিন রান না পাওয়া অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। ৮ ওভার শেষে ২ উইকেটে ৭০ রান তুলেছে বাংলাদেশ। তানজিদ ৩৫ ও সাকিব ২৮ রানে ব্যাটিং করছেন।
দ্বিতীয় ওভারেই ফিরে গেলেন শান্ত
নেদারল্যান্ডসের বিপক্ষেও ব্যাট হাতে শুরুটা ভালো হলো না। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের ছায়া হয়ে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান আরিয়ান দত্তের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন। ৩ বলে ১ রান করেন তিনি।
দুই ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশর সংগ্রহ ৫ রান। লিটন কুমার দাস ১ রানে ব্যাটিং করছেন, তানজিদ হাসান তামিম এখনও রানের খাতা খোলেননি।