মালয়েশিয়ান ওপেনে রুপা জিতলেন দেশ সেরা হাই জাম্পার রিতু
প্রথমবারের মতো মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক কাহ্যা মাতা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রথমবারেই দেশকে পদক এনে দিয়েছেন রিতু আক্তার।মেয়েদের হাই জাম্পে আজ রুপা জিতেছেন বাংলাদেশের নারী হাই জাম্পের রেকর্ডধারী রিতু।
মালয়েশিয়ায় রিতু লাফিয়েছেন ১.৭৫ মিটার পর্যন্ত। যদিও তার ব্যক্তিগত সেরা ১.৭৬ মিটার। সর্বশেষ জাতীয় প্রতিযোগিতাতেই নতুন রেকর্ড করেছেন রিতু।
আজ প্রতিযোগিতার প্রথম দিনে পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে ১০টি দেশের ১৫ অ্যাথলেটের সঙ্গে লড়াই করে পদক জিতেছেন বাংলাদেশের এই অ্যাথলেট। এই প্রতিযোগিতাতেই ২০০ মিটার স্প্রিন্টের তৃতীয় হিটে ২২.২৬ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের জহির রায়হান। ৪০০ মিটারে জাতীয় রেকর্ডধারী জহির সম্প্রতি এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছেন।
মালয়েশিয়ায় এই প্রতিযোগিতায় বাংলাদেশের ৭ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। ৫ জন বাংলাদেশ সেনাবাহিনীর, অন্য দুজন বাংলাদেশ নৌবাহিনীর। প্রতিযোগিতায় অ্যাথলেটদের অংশ নেওয়ার খরচ বহন করছে নিজ নিজ বাহিনী।