হাঙ্গেরির বিপক্ষে জয় দিয়ে ইউরো শুরু সুইজারল্যান্ডের
হাঙ্গেরিকে হারিয়ে ইউরোতে শুভযাত্রা করল সুইজারল্যান্ড। আজ জার্মানির কোলনে সুইসরা জিতেছে ৩-১ গোলের ব্যবধানে। স্কোরলাইনে সুইজারল্যান্ডের জয় সহজ মনে হলেও তা অতোটা সহজে আসেনি।
প্রথমার্ধে এক তরফা ছিল ম্যাচ, সুইসদের দাপটে হাঙ্গেরিকে খুঁজে পাওয়া যায়নি। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মুরাত ইয়াকিনের দল। এরপর দ্বিতীয়ার্ধে হাঙ্গেরি ম্যাচে ফেরে ভিন্ন রূপে।
ম্যাচের শুরুটা দারুণ করে সুইজারল্যান্ড। ১২ মিনিটে আবিসারের এসিস্টে দলকে এগিয়ে দেন কোয়াদো দুয়াহ। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করে সুইসরা। এবার বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে আবিসার নিজেই গোল করেন।
বিরতির পর সুইজারল্যান্ডের বক্সে একের পর এক আক্রমণের ঢেউ তোলে হাঙ্গেরি। ৬৮ মিনিটে ফলও পেয়ে যায় তারা। ডমিনিক সবোসলাইয়ের দুর্দান্ত এক ক্রসে মাথা ছুঁইয়ে দলকে ম্যাচে ফেরান বার্নাবাস ভার্গা। এরপর সমতাসূচক গোলের খোঁজে আক্রমণ চালাতে থাকে হাঙ্গেরি।
গোল পেতে মরিয়া হাঙ্গেরির দুর্বলতার সুযোগ নেয় সুইজারল্যান্ড। ম্যাচের যোগ করা সময়ে সুইস গোলরক্ষক সমারের লম্বা পাস ক্লিয়ার করতে গিয়ে হাঙ্গেরিকে বিপদের মুখে ঠেলে দেন ওরবান। এই ডিফেন্ডারের ভুল থেকে বল পেয়ে মাথা ঠান্ডা রেখে দারুণ এক ফিনিশ করেন ব্রিল এম্বোলো। সুইসরা ম্যাচ জিতে নেয় ৩-১ গোলে।
গতরাতে জার্মানির বড় জয়ে ইউরো শুরুর পর এবার সুইজারল্যান্ডও জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করল। 'এ' গ্রুপে এখন এই দুই দলেরই সমান ৩ পয়েন্ট, গোল ব্যবধানে শীর্ষে জার্মানি।