দুরন্ত স্পেনের কাছে পাত্তা পেল না ক্রোয়েশিয়া
ফেবারিটদের মতোই শুরু করল স্পেন। শক্তিশালী ও টুর্নামেন্টের ডার্ক হর্স ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ইউরো ২০২৪ মিশনে শুভসূচনা করেছে লুইস ডে লা ফুয়েন্তের দল। স্পেনের দারুণ ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি ক্রোয়েশিয়া।
এবারের আসরে অন্যতম তরুণ দল নিয়ে এসেছে স্পেন। লামিনে ইয়ামাল তো রেকর্ডই করেছেন সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরো খেলতে নেমে। অন্যদিকে ক্রোয়েশিয়া দল অভিজ্ঞ খেলোয়াড়ে ভরপুর। কিন্তু মাঠের খেলায় সেটির ছাপ দেখা গেল না।
স্পেনের তরুণ দলের কাছে পাত্তাই পায়নি ক্রোয়াটরা। প্রথমার্ধেই যা কাজ সারার সেরে ফেলে স্পেন। লা রোজারা ক্রোয়েশিয়ার রক্ষণে একের পর এক হানা দিতে থাকে। যদিও গোল পেতে অপেক্ষা করতে হয় ২৯ মিনিট। অধিনায়ক আলভারো মোরতা দারুণ ফিনিশে এগিয়ে নেন স্পেনকে।
দ্বিতীয় গোল খানিক বাদেই পেয়ে যায় লাল জার্সিধারীরা। ফ্যাবিয়ান রুইজ দারুণ ফুটওয়ার্কে ক্রোয়াট রক্ষণকে ভেঙে ব্যবধান বাড়ান। প্রথমার্ধের যোগ করা সময়ে লামিনে ইয়ামালের ক্রস থেকে পা ছুঁইয়ে স্পেনকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান দানি কারভাহাল। দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দপতন ঘটলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লা রোজাদের হাতেই।
ক্রোয়েশিয়া গোল ফেরত দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ৮০ মিনিটে৷ বক্সের ভেতর পেতকোভিচকে ফাউল করেন রদ্রি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি মাইকেল অলিভার। শট নিতে আসেন পেতকোভিচ নিজেই। সেটি অসাধারণ দক্ষতায় ফেরান স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন।
এরপর ফিরতি বলে পেতকোভিচ গোল করলেও পেনাল্টি শট নেওয়ার আগেই ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা বক্সে ঢুকে পড়ায় তা বাতিল হয়। স্পেনের জাল থাকে অক্ষুণ্ণ। এই জয়ে এবারের ইউরোতে গ্রুপ অফ ডেথ বলে বিবেচিত 'সি' গ্রুপের শীর্ষে আসন গেড়ে বসল স্পেন। তাদের পরের ম্যাচের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইতালি।