কলম্বিয়ার সঙ্গে ড্র করে শেষ আটে উরুগুয়েকে পেল ব্রাজিল
ঘুম পাড়ানো ফুটবল খেলে নিজেদের সমর্থকদের হতাশ করল ব্রাজিল। কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে সেলেকাওরা। আর এতে গ্রুপে রানার্সআপ হয়ে শেষ আটে শক্তিশালী উরুগুয়ের সামনে পড়েছে দরিভাল জুনিয়রের দল।
কোপা আমেরিকার গ্রুপ পর্ব জুড়ে ব্রাজিলকে ঠিক ব্রাজিল সুলভ মনে হয়নি। নিজেদের চিরচেনা ছন্দের ফুটবল উপহার দিতে পারেনি সেলেকাওরা। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে কেবল একটিই জিতেছেন ভিনসিয়ুস-রাফিনহারা। দুটি ম্যাচ হয়েছে ড্র।
কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। এরপর প্যারাগুয়েকে ৪-১ গোলে হারা সেলেকাওরা। অন্যদিকে কলম্বিয়া প্রথম দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপ থেকে আগেই নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। কলম্বিয়ার কাছে আজ হারলেই গ্রুপের অন্য ম্যাচ কোস্টারিকা-প্যারাগুয়ে ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো ব্রাজিল। সেখানে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ ড্র হয়েছে এবং টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকল কলম্বিয়া।
৭ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ আটে উঠল কলম্বিয়া। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ৫ পয়েন্ট নিয়ে কোয়ার্টারের টিকিট পেয়েছে ন্রাজিল। আজ ম্যাচের ১২ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা। সরাসরি ফ্রি কিক থেকে গোলটি করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে সমতা ফেরায় কলম্বিয়া। ড্যানিয়েল মুনোজ করেন গোলটি।
কোয়ার্টার ফাইনালে যে কেবল উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষকেই পেয়েছে ব্রাজিল তা নয়। কোচ দরিভাল জুনিয়রের অন্য দুশ্চিন্তাও আছে। হলুদ কার্ড নিষেধাজ্ঞায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞাটি পেতে হলো রিয়াল মাদ্রিদ তারকাকে।