‘আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না’
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শ্রীলঙ্কা আছেন তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। সেখান থেকেই দেশের চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।
এবার হৃদয় ও শরীফুলের পথে হাঁটলেন মুশফিকুর রহিমও। অভিজ্ঞ এই ক্রিকেটার আজ সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এই ইস্যুর সুষ্ঠু সমাধান চেয়ে পোস্ট করেছেন। সেইসঙ্গে মুশফিক যেখানকার ছাত্র ছিলেন সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চান না তিনি।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মুশফিক লিখেছেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেল তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি।'
এই ইস্যু সমাধান ও রক্তপাত বন্ধেরও আহ্বান জানান মুশফিক, 'যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।'
উল্লেখ্য, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। একটি হল থেকে সংঘর্ষের সূত্রপাত, এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফায় হামলা চালায় ছাত্রলীগ। এই ঘটনার প্রভাব পড়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। কোটা সংস্কারে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে।