মেয়েদের সাফ ফুটবল হবে নেপালে
শোনা গিয়েছিল নারী সাফের এবারের আসর হতে পারে বাংলাদেশে। কিন্তু সেটি আর হচ্ছে না। এ বছরের নারী সাফ চ্যাম্পিয়নশিপ হবে নেপালে।
আজ সাফের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক। সভা শেষে তিনি বলেন, 'আজ অনুষ্ঠিত সভায় সাফের এই ভেন্যু নির্ধারিত হয়েছে।'
আগামী অক্টোবরে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশে এই টুর্নামেন্ট আয়োজন হওয়ার সম্ভাবনা ছিল। এই বিষয়ে সাফ সাধারণ সম্পাদক বলেছেন, বিষয়টি তার জানা নেই।
তিনি বলেছেন, 'এবার সাফ আয়োজনের জন্য বাংলাদেশ, নেপাল ও ভুটান আগ্রহ প্রকাশ করেছিল।' শেষ পর্যন্ত নেপালেই ভেন্যু ঠিক হয়েছে। উল্লেখ্য, মেয়েদের সাফে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন।