এক ওভারে ৩৯ রান তুলে দারিয়াসের ইতিহাস
এক ওভারে ৬ বল, এই ৬ বল থেকে সর্বোচ্চ কতো রান আসতে পারে? ৬টি ছক্কা হলে ৩৬ রান, এতোদিন এটাই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ওভার ছিল। প্রথমবারের ওভারে ৬ ছক্কার রেকর্ড গড়েন ভারতের যুবরাজ সিং, ২০০৭ সালে। পরে আরও নাম যুক্ত হয়েছে এই তালিকায়। এবার পুরনো সব রেকর্ড গুঁড়িয়ে এক ওভারে ৩৯ রান তোলার কীর্তি গড়লেন দারিয়াস ভিসের।
নামটি পরিচিত হওয়ার কথা নয়, তার দেশের নামটাই যে অনেকের কাছে অচেনা মনে হতে পারে। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ফরম্যাটে এক ওভারে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়া দারিয়াসের দেশের নাম সামোয়া। এটা প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপদেশ। পূর্ব এশিয়া অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ভানুতির বিপক্ষে এই কীর্তি গড়েছেন দারিয়াস।
ক্রিকেটের ইতিহাসে টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি; যেকোনো ফরম্যাটে এটা সর্বোচ্চ রানের ওভার। আর সব রানই তোলেন ম্যাচসেরা দারিয়াস। তার বিশ্ব রেকর্ড গড়ার ম্যাচে জিতেছে তার দলও। তার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে সব কটি উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে সামোয়া। জবাবে ১৬৪ রানে থামে ওশেনিয়া অঞ্চলের দেশ ভানুতি, ১০ রানের জয় পায় সামোয়া।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ১৪ ওভার শেষে ৫ উইকেটে ৭৭ রান তোলে সামোয়া, ৩৪ বলে ৪৬ রানে ব্যাটিং করছিলেন দারিয়াস। পরের ওভারটি করতে আসেন ভানুতির অলরাউন্ডার নালিন নিপিকো, তার ওপর দিয়ে ঝড় বইয়ে দেন দারিয়াস। ডানহাতি এই ব্যাটসম্যান মারেন ৬টি ছক্কা, বাকি তিন রান আসে তিনটি নো বল থেকে। প্রথম তিন বলে টানা তিন ছক্কা মারেন দারিয়াস।
চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম ডেলিভারি নো ছিল। এর মধ্যে দুটি ডেলিভারিতে চার-ছক্কা মারতে পারেননি দারিয়াস। বাকি বৈধ ডেলিভারি ও একটি নো বলে ছক্কা মারেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে পরিণত করা সামোয়ার এই ব্যাটসম্যান। দলের চার ভাগের তিন ভাগ রান একাই করা দারিয়াস ৬২ বলে ৫টি চার ও ১৪ ছক্কায় ১৩২ রানের দুর্বার ইনিংস খেলেন। তার দলের আর একজন কেবল দুই অঙ্কের রান করেন, ১৬ রান করেন অধিনায়ক কালেব জাসমাত।
দারিয়াসের বিশ্ব রেকর্ড গড়ার আগে টি-টোয়েন্টিতে ৩৬ রানের ওভার দেখা গেছে ৪টি। তার আগে ওভারে ৬ ছক্কার কীর্তি গড়েন ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও নেপালের দীপেন্দ্র সিং আইরে। আরেকটি ওভার থেকে ৩৬ রান এলেও ৬ ছক্কা হয়নি। ওয়ানডের ইতিহাসে ৩৬ রানের ওভার দেখা গেছে দুটি। ওভারে ৬ ছক্কার রেকর্ড দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রার দখলে। টেস্টে সর্বোচ্চ রানের ওভার ৩৫, ভারতের বিপক্ষে তোলে ইংল্যান্ড।