ভুটানের জালে গোল উৎসব করে সাফের ফাইনালে বাংলাদেশ
দলীয় কোন্দল চলমান, আছে একাদশ বাছাইয়ে হস্তক্ষেপের অভিযোগও। এ ছাড়া প্রতিপক্ষের সাম্প্রতিক ফর্মও ছিল ভাবনার বিষয়। কিন্তু মাঠে নেমে সব ভুলে গেলেন বাংলাদেশের মেয়েরা, মন লাগালেন কেবল গোলের সন্ধানে। বেশি সময় লাগলো না প্রথম গোলের দেখা পেতে, এরপর প্রতিপক্ষের জালে গোল উৎসব করে গেলেন সাবিনা-তহুরারা। ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ।
রোববার কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে সেমি-ফাইনালে ভুটানকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় মেয়েদের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার ফাইনালে উঠলো তারা। গত আসরে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিলেন সাবিনা-সানজিদারা। এবারও তারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন শিরোপার পথে।
নেপালের বিপক্ষে ড্র করে আসর শুরু করে ভুটান। পরের ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারায় ৪-১ ব্যবধানে। এরপর মালদ্বীপের বিপক্ষে ভুটানের মেয়েরা গোল বন্যা বইয়ে দেয়, জেতে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে। কিন্তু আজ বাংলাদেশের বিপক্ষে তারা পাত্তাই পেল না, পুরো ম্যাচে দাপট দেখিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। আগের আসের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
যদিও এবারের আসরে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পিটার বাটলারের দল। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর গল্প লেখে বাংলাদেশ, ভারতকে হারায় ৩-২ গোলে। এবার ভুটানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো বাংলাদেশের মেয়েরা। গোল উৎসবের ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। অধিনায়ক সাবিনা খাতুন করেন জোড়া গোল। একটি করে গোল করেন ঋতুপর্ণা চাকমা ও শিউলি আজিম। আগের ম্যাচে জোড়া গোল করা তহুরা আজও ম্যাচের সেরা খেলোয়াড়।
বাংলাদেশ কোচ একাদশে আজ একটি পরিবর্তন আনেন। আক্রমণভাগে শামসুন্নাহার জুনিয়রের জায়গায় সাগরিকা মাঠে নামেন; জাতীয় দলের হয়ে অভিষেকেই ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই ফরোয়ার্ড। জ্বরের কারণে আগের দিনের অনুশীলনে না থাকলেও আজ শুরু থেকেই খেলেন সাবিনা।
সপ্তম মিনিটে গোছানো আক্রমণে ভুটানের প্রতিরোধ ভেঙে দেয় বাংলাদেশ। তহুরার পাস ধরে বক্সের ঠিক ওপরে থেকে বাম পায়ের জোরালো শটে ঋতুপর্ণা বল জালে পাঠান। চলতি আসরে এটা তার প্রথম গোল। ১৫তম মিনিটে নিখুঁত শটে গোল আদায় করে নেন তহুরা। ২৬তম মিনিটে মনিকার আড়াআড়ি ক্রস থেকে বল পেয়ে নিখুঁত টোকায় ব্যবধান বাড়ান সাবিনা।
৩৭তম মিনিটে বাম দিক থেকে গোলরক্ষককে কাটিয়ে নিচু শটে বল জালে জড়ান সাবিনা, ব্যবধান দাঁড়ায় ৪-০। ৪১তম মিনিটে গোল করে ব্যবধান কমান ভুটানের ডেকি লাহজম। দ্বিতীয়ার্ধে ভুটান কিছুটা চাপ বাড়ালেও গোলের দেখা পায়নি। ৫৮তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। ৭২তম মিনিটে শিউলি আজিমের করা গোলে স্কোরলাইন দাঁড়ায় ৭-১।