প্রতিপক্ষ অলআউট ৭ রানে, রেকর্ড গড়া জয় নাইজেরিয়ার
আইসিসি একসঙ্গে অনেকগুলো দেশকে স্বীকৃত দেওয়ার পর থেকে মুড়ি মুড়কির মতো করে রেকর্ড হচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। যা কখনও কল্পনাতেও আসেনি কারও, সেসবই যোগ হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের রেকর্ড বইয়ে। এমনই একটি রেকর্ডময় ম্যাচ দেখা গেল কাল। যেখানে প্রতিপক্ষকে দুই অঙ্কের আগেই অলআউট করে রেকর্ড গড়া জয় তুলে নিলো নাইজেরিয়া।
রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা উপ-আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে আইভরি কোস্টকে ২৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নাইজেরিয়া। ৫৯টি টি-টোয়েন্টি খেলা দলটি নিজেদের ক্রিকেট ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় জয়টি তুলে নিলো। টি-টোয়েন্টির ইতিহাসে রানের হিসেবে এটা তৃতীয় সর্বোচ্চ জয়। সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি জিম্বাবুয়ের দখলে, গত মাসে গাম্বিয়াকে তারা ২৯০ রানে হারায়।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে তাণ্ডব চালায় নাইজেরিয়া, দলটি এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৭১ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে আইভরি কোস্ট ৭.৩ ওভারে মাত্র ৭ রানেই অলআউট হয়ে যায়। টি-টোয়েন্টি ইতিহাসে এটাই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আগের সর্বনিম্ন সংগ্রহ ছিল মঙ্গোলিয়া ও আইল অব ম্যানের, দুই দলই ১০ রানে অলআউট হয়।
বড় লক্ষ্য তাড়ায় দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় আইভরি কোস্ট। এরপর মুহূর্তেই তাদের ইনিংস শেষ। দলটির সাতজন ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেনি। যা টি-টোয়েন্টির ইতিহাসে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। দলটির সর্বোচ্চ রানের ইনিংস ৪, তিনজন ব্যাটসম্যান ১ রান করে করেন। নাইজেরিয়ার প্রসপার উসেনি ১.৩ ওভারে কোনো রান না দিয়ে ৩টি উইকেট নেন। আইজ্যাক ডানলাডি ২ ওভারে ২ রানে ৩ উইকেট পান। ২ ওভারে কোনো রান না দিয়ে ২ উইকেট নেন পিটার আহো। ২ ওভারে ৫ রান খরচায় একটি উইকেট নেন সিলভেস্টার ওকপে।
এর আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত তাণ্ডব চালান নাইজেরিয়ার ব্যাটসম্যানরা। ৫৩ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ১১২ রান করেন ওপেনার সেলিম সালাউ। ২৯ বলে ৮টি চারে ৫০ রান করেন আরেক ওপেনার সুলাইমন রানসিউয়ে। ৬৩ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৬৫ রানের খুনে ইনিংস খেলে অপরাজিত থাকেন আইজ্যাক ওকপে। আইভরি কোস্টের পামবা দিমিত্রি ও কওয়াকোউ উইলফ্রাইড একটি করে উইকেট পান।