অনন্য ডাবলে সোবার্স-বোথামদের চেয়েও দ্রুততম সাকিব
সাকিব আল হাসান ও রেকর্ড যেন সমার্থক হয়ে উঠেছে। মাঠে নামলেই রেকর্ডের দেখা পান বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার। দীর্ঘ ক্যারিয়ারে কতো কতো রেকর্ড পায়ে লুটিয়েছে সাকিবের। এবার আরেকটি রেকর্ডে নিজেকে অনন্য করে তুললেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। টেস্ট ইতিহাসের দ্রুততম অলরাউন্ডার হিসেবে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলের কীর্তি গড়েছেন সাকিব।
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে সাকিব তখন ৩১ রানে ব্যাটিং করছিলেন। স্পিনার সাজিদ খানের একটি ডেলিভারিতে চার মেরে ৩৫ রানে পৌঁছে যান অভিজ্ঞ এই ক্রিকেটার। এতে টেস্টে ৪ হাজার রান পূর্ণ হয় তার। এ পথেও তিনি মাত্র বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার, যিনি ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন।
৪ হাজার রান পূর্ণ হওয়ায় অসাধারণ ডাবলের কীর্তি গড়ে ফেলেন সাকিব। টেস্ট ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ অলরাউন্ডার হিসেবে ৪ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার তালিকায় নাম ওঠে তার। ৪ হাজার রান ছাড়িয়ে যাওয়া সাকিব বল হাতে নিয়েছেন ২১৫ উইকেট।
সাকিবের আগে ৪ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্যার গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টরি। তবে এই তালিকায় একটি জায়গায় সবার চেয়ে এগিয়ে সাকিব। দ্রুততম সময়ে অনন্য এই ডাবলে পৌঁছেছেন তিনি। এই কীর্তি গড়তে সাকিবের লেগেছে ৫৯টি টেস্ট ম্যাচ। এই মাইলফলকে পৌঁছাতে বোথামের লেগেছে ৬৯ ম্যাচ, সোবার্সের ৮০ ম্যাচ, কপিলের ৯৭, ভেট্টরির ১০১ ও ক্যালিসের ১০২ ম্যাচ।
৪ হাজারের মাইলফলক থেকে ৬৭ রান দূরে থেকে মিরপুর টেস্ট খেলতে নামেন সাকিব। প্রথম ইনিংসে ৩৩ রান করে রেকর্ডের অনেকটাই কাছে চলে যান তিনি। দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার আগে অনন্য এই ডাবলের কীর্তি গড়েন সাকিব।