হেডের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ব্যাটে-বলে দাপট দেখিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে ৮ ডিসেম্বর শুরু হওয়া টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৪৭ রানে গুটিয়ে দেওয়া অস্ট্রেলিয়া বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে।
ডেভিড ওয়ার্নারের ৯৪ ও ট্রাভিস হেডের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৪৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ইতোমধ্যে ১৯৬ রানের লিড পেয়ে গেছে অজিরা। হেড ১১২ ও মিচেল স্টার্ক ১০ রানে অপরাজিত আছেন।
গ্যাবায় রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন হেড। এই ভেন্যুতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০- এর কম বলে সেঞ্চুরি করেছেন তিনি। কেবল গ্যাবাতেই নয়, অ্যাশেজের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি মিডল অর্ডার এই ব্যাটসম্যান। ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এর আগে অস্ট্রেলিয়ার ইনিংস এগিয়ে নেন ওয়ার্নার ও মার্নাস ল্যাবুশেন। এ দুজন ১৫৬ রানের জুটি গড়েন। ল্যাবুশেনের বিদায়ে ভাঙে এই জুটি। ফেরার আগে ৭৪ রান করেন তিনি।
ওয়ার্নার একেবারে কাছে গিয়েও সেঞ্চুরি তুলে নিতে পারেননি। ৯৪ রানে আউট হন বাঁহাতি এই অজি ওপেনার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নার্ভাস নাইন্টিজে খেই হারালেন গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ওয়ার্নার।
অজি ব্যাটিং লাইন আপের অন্যতম কাণ্ডারি স্টিভেন স্মিথ ১২ রান করেই থামেন। অ্যালেক্স ক্যারির অভিষেকটা মনে রাখার মতো হয়নি, ১২ রান করেন তিনি। অধিনায়ক প্যাট কামিন্সের ব্যাট থেকেও আসে ১২ রান। ইংল্যান্ডের অলি রবিনসন ৩টি উইকেট নেন। এ ছাড়া একটি করে উইকেট পান ক্রিস ওকস, মার্ক উড, জ্যাক লিচ ও জো রুট।