ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারতের আসাম থেকে উদ্ধার
দুই হাতে দুটি ঘড়ি, ডাক আউটে দিয়েগো ম্যারাডোনার দিকে তাকালে যে কারও চোখ আটকে যেত তার হাতের দিকে। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর মেয়েদের সঙ্গে ঠিকঠাক যোগাযোগ রাখতে দুই হাতে উবলো ব্র্যান্ডের দুটি ঘড়ি পরতেন। ২০১০ বিশ্বকাপের সময়ে একটি ঘড়িতে দক্ষিণ আফ্রিকা, আরেকটিতে বুয়েন্স এইরেসের সময় দেখতেন প্রয়াত এই ফুটবল মহাতারকা।
এর একটি ঘড়ি দুবাই থেকে চুরি হয়ে গিয়েছিল। ২২ লাখ টাকা দামের চুরি যাওয়া সেই ঘড়িটি দীর্ঘদিন পর ভারতের আসাম থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
২০১০ বিশ্বকাপ ব্যর্থতার পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছাড়েন ম্যারাডোনা। এরপর আরব আমিরাতের ক্লাব আল ওয়াসেলের দায়িত্ব নেন তিনি। ২০১১-২০১৮ সাল পর্যন্ত ওই ক্লাবের দায়িত্বে ছিলেন গত বছরের নভেম্বরে না ফেরার দেশে পাড়ি জমানো ম্যারাডোনা ।
আল ওয়াসেলের দায়িত্বে থাকাকালীন ঘড়িটি জমা রাখেন ম্যারাডোনা। জিনিসপত্র গচ্ছিত রাখা প্রতিষ্ঠান থেকেই চুরি হয় ঘড়িটি। ওই প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন ভারতের নাগরিক ওয়াজিদ হোসেইন। তার কাছ থেকেই ঘড়িটি উদ্ধার করা হয়েছে। দুবাই থেকে দেশে ফেরার সময় ঘড়িটি চুরি করে ভারতের আসামে নিয়ে আসেন ওই ব্যক্তি।
ম্যারাডোনার ঘড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 'আন্তর্জাতিক সাহায্য নিয়ে আসাম ও দুবাই পুলিশ যৌথভাবে কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার উবলো ব্র্যান্ডের ঘড়িটি উদ্ধার করে। এই ঘটনায় ওয়াজিদ নামের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।'
এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেন, 'শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আমরা তল্লাশি অভিযান শুরু করি। শনিবার সকালে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। উদ্ধার করা হয় সেই উবলো ব্র্যান্ডের ঘড়িটিও। পুরো ঘটনাই এখন তদন্ত করা হচ্ছে।'