রোলেক্স ঘড়ি কেনা আরও ব্যয়বহুল হয়েছে
হাতঘড়ির জগতে অন্যতম ব্র্যান্ড রোলেক্স তাদের কিছু কিছু ঘড়ির দাম আরও বাড়িয়েছে।
ব্র্যান্ডটির ফ্রেঞ্চ ওয়েবসাইটে উল্লিখিত ঘড়ির মূল্য তালিকা উদ্ধৃত করে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইস এই ব্র্যান্ডটি গত ১ জানুয়ারি সোনার তৈরি কিছু মডেলের ঘড়ির দাম ৮ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।
সোনার দাম বাড়ায় গত বছরের শুরু থেকে এ ব্র্যান্ডের ঘড়ির দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
যেসব মডেলের দাম বেড়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ৪০-মিলিমিটার ব্ল্যাক ডায়ালযুক্ত হলুদ সোনার ডে-ডেট ঘড়ি। গত বুধবারের মূল্য তালিকা অনুযায়ী, ঘড়িটির দাম ৪১ হাজার বা প্রায় ৪২ হাজার ৯০ ইউরো থেকে বেড়ে হয়েছে ৪৪ হাজার ২০০ ইউরো।
এছাড়াও হলুদ সোনার জিএমটি-মাস্টার ২ মডেলটির দাম ৪১ হাজার ৩০০ ইউরো থেকে বেড়ে ৪৪ হাজার ৬০০ ইউরো হয়েছে।
উল্লেখ্য প্রতিবছরের ১ জানুয়ারি ব্র্যান্ডটি তাদের ঘড়ির দাম বাড়িয়ে থাকে। তবে ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর দাম বৃদ্ধির হার বেশি।
রোলেক্স ঘড়ির দাম সাধারণত ছয় হাজার ৯০০ ডলার থেকে শুরু। তবে ব্র্যান্ডটি এমনও ঘড়ি রয়েছে যেগুলোর মূল্য মিলিয়ন ডলার।