গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩,৫৫২
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৪৩ হাজার ৫৫২ জন ফিলিস্তিনির মৃত্যু হলো। এছাড়াও আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ৭৬৫ জনে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে আরও বলা হয়, নিহতের সংখ্যা আরও অনেক বাড়বে। কারণ, ধারণা করা হচ্ছে হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর নিচে প্রায় ১০ হাজার মরদেহ চাপা পড়েছে।
এদিকে গাজায় চলমান সংঘাতে বেসামরিক নাগরিকদের ব্যাপক মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় অতর্কিত হামলা চালায় হামাসের যোদ্ধারা। এতে প্রায় এক হাজার ১৪০ জন নিহত হন। সেই সঙ্গে তারা প্রায় ২৪০ জনকে বন্দী করে গাজা উপত্যকায় নিয়ে যান। জবাবে ওই দিনই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।