কোণঠাসা ইংল্যান্ড, পেসার হয়ে গেলেন স্পিনার
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে কোণঠাসা অবস্থায় আছে ইংল্যান্ড। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেও করুণ দশা ইংলিশদের। ২৩৬ রানে অলআউট হয়ে প্রথম ইনিংসেই অনেক পিছিয়ে পড়া ইংল্যান্ড বোলিং নিয়েও কঠিন অবস্থায় পড়ে গেছে। বোলিংয়ে টানতে হয়েছে অনিয়মিত বোলার দাভিদ মালানকে। আবার পেসার ওলি রবিনসন হয়ে উঠলেন স্পিনার।
ব্যাটিং নিয়ে দুর্দশার মাঝে বোলিং নিয়েও বেকায়দায় পড়ে যাওয়া ইংল্যান্ড এখন রীতিমতো মাঝ দরিয়ায়। দলে কোনও বিশেষজ্ঞ স্পিনার নেই। চোটের কারণে নামতে পারেননি অধিনায়ক জো রুট। তাই পেসার ওলি রবিনসনকে করতে হলো স্পিন। মালান উইকেট পেলেও অফ স্পিন করে রবিনসন অবশ্য কোনো সাফল্য পাননি।
তার বোলিংয়ের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৩৫তম ওভারে স্পিন বোলিং করতে শুরু করেন রবিনসন। ৩৫তম ওভারে ৩ রান দেন ডানহাতি এই পেসার। ৩৭ তম ওভারেও স্পিন বোলিং করেন রবিনসন। পরে স্টিভ স্মিথকে আউট করেন, সে সময় অবশ্য পেস বোলিং করেন তিনি।
অনেকের মতে, ইংল্যান্ডের ভুল কৌশলের কারণে রবিনসনকে স্পিন বোলিং করতে হয়েছে। অ্যাডিলেড টেস্টে কোনও বিশেষজ্ঞ স্পিনারকে দলে নেয়নি ইংল্যান্ড। প্রথম ইনিংসে সামাল দেন অধিনায়ক জো রুট। ২০ ওভার বল করে ৭২ রান দিয়ে এক উইকেট নেন তিনি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেও বোলিং করেন রুট। কিন্তু চতুর্থ দিনে সকালে অনুশীলনে চোট পাওয়ায় সকালে মাঠে নামেননি রুট।
উইকেট থেকে যে স্পিনাররা সাহায্য পাচ্ছেন, সেটা প্রমাণ করে দেখান অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩টি উইকেট নেন তিনি। স্পিনে সাফল্য পাওয়ার আশাতেই রবিনসনকে স্পিনার হিসেবে বোলিং করানো হয়। যদিও দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি।
এই টেস্টেও হয়তো হার অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৩০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে ৪৬৮ রানের বিশাল লক্ষ্য। চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করতে পারেনি ইংলিশরা। ৪ উইকেটে ৮২ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা, জয়ের জন্য তাদের প্রয়োজন এখনও ৩৮৬ রান। ম্যাচ বাঁচাতে চাইলে ৬ উইকেটে পঞ্চম দিন শেষ করতে হবে ইংল্যান্ডকে।