ম্যাচ চলাকালীন মাঠেই হার্ট অ্যাটাক, মারা গেলেন ফুটবলার
শোকের ছায়া নেমে এলো আলজেরিয়ার ফুটবল জগতে। ফুটবল মাঠে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক খেলোয়াড়ের। আলজেরিয়ার এই ফুটবলারের নাম সোফিয়ানে লুকার। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাবের ফুটবলার ছিলেন তিনি।
ম্যাচ চলাকালীন নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লাগে ২৮ বছর বয়সী সোফিয়ানের। প্রাথমিক সেবা নিয়ে মাঠে খেলছিলেন তিনি। এক পর্যায়ে মাঠের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন সোফিয়ানে। এর কিছুক্ষণ পরই তার মুত্যু হয়।
আলজেরিয়াতে লিগ-টু টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্টে মুখোমুখি হয় সোফিয়ানের ক্লাব মৌলুদিয়া সাইদা ও এএসএম ওরান ক্লাব। ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। প্রথমার্ধের খেলা চলছিল, এ সময় নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লাগে সোফিয়ানের। তাকে মাঠে চিকিৎসা দেওয়া হয় এবং তিনি আবার খেলতে শুরু করেন।
কিন্তু মাঠে নেমে ১০ মিনিট খেলার পর হঠাৎ-ই মাটিতে লুটিয়ে পড়েন মৌলুদিয়ার নেতৃত্বে থাকা সোফিয়ানে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সোফিয়ানের হার্ট অ্যাটাক হয়েছিল।
সোফিয়ানের মৃত্যুর খবরে মাঠে অপেক্ষারত সতীর্থরা কান্নায় ভেঙে পড়েন। এমন মর্মান্তিক ঘটনায় ম্যাচটি বাতিল করা হয়। ম্যাচে এএসএম ওরানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মৌলুদিয়া সাইদা।