বক্সিং ডে টেস্টেও অস্ট্রেলিয়ার দাপট
অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে শাসন জারি রেখেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের দাপটে বক্সিং ডে টেস্টের প্রথম দিনই কোণঠাসা অবস্থায় ইংলিশরা। প্রথম দুই টেস্ট হেরে সিরিজে ২-০ ব্যবধ্যানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের জন্য এই ম্যাচটি বাঁচা-মরার লড়াই। এই ম্যাচ হারলে দুই ম্যাচ আগেই সিরিজ খোয়াবে ইংল্যান্ড, অ্যাশেজের ট্রফি অস্ট্রেলিয়ার কাছেই থেকে যাবে।
মেলবোর্নে শুরু হওয়া টেস্টে টস হেরে আগে ব্যাটিং করতে নামা ইংল্যান্ড প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারেনি। অজি অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়নদের বোলিং তোপে ৬৫.১ ওভারে মাত্র ১৮৫ রানেই শেষ হয় সফরকারীদের ইনিংস।
জবাবে অস্ট্রেলিয়ার শুরুটাও অবশ্য ভালো হয়নি। এক উইকেটে ৬১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে তারা। মার্কাস হ্যারিস ২০ ও নাথান লায়ন শূন্য রানে অপরাজিত আছেন। ওপেনার ডেভিড ওয়ার্নার ৪২ বলে ৩৮ রান করে ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসনের শিকারে পরিণত হন। অজিরা ১২৪ রানে পিছিয়ে আছে।
আগের দুই টেস্টের মতো বক্সিং ডে টেস্টেও ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ছাড়া কেউ-ই দলকে পথ দেখাতে পারেননি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করেন রুট। ডানহাতি এই ব্যাটসম্যান ৮২ বলে ৪টি চারে ৫০ রান করেন।
এ ছাড়া জ্যাক ক্রাউলি ১২, দাভিদ মালান ১৪, বেন স্টোকস ২৫, জনি বেয়ারস্টো ৩৫, ওলি রবিনসন ২২ ও জ্যাক লিচ ১৩ রান করেন। ৩৬ রান খরচায় ৩টি উইকেট নেন প্যাট কামিন্স ও নাথান লায়ন। ২টি উইকেট নেন মিচেল স্টার্ক। এ ছাড়া একটি করে উইকেট পান স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৬৫.১ ওভারে ১৮৫/১০ (জ্যাক ক্রাউলি ১২, দাভিদ মালান ১৪, জো রুট ৫০, বেন স্টোকস ২৫, জনি বেয়ারস্টো ৩৫, ওলি রবিনসন ২২ ও জ্যাক লিচ ১৩; কামিন্স ৩/৩৬, লায়ন ৩/৩৬, স্টার্ক ২/৫৪)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৬ ওভারে ৬১/১ (মার্কাস হ্যারিস ২০*, ডেভিড ওয়ার্নার ৩৮, নাথান লায়ন )*; জিমি অ্যান্ডারসন ১/১৪, ওলি রবিনসন ০/২৩, বেন স্টোকস ০/৮)।