বিসিএল ওয়ানডেতে মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল ফাইনাল, তামিমদের বিদায়
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দাপট ধরে রেখেছে ওয়ালটন মধ্যাঞ্চল। লঙ্গার ভার্সনের লিগের শিরোপা জেতা দলটি ওয়ানডে লিগেরও ফাইনালে উঠেছে। ইন্ডিপেন্ডেন্স কাপ নামের এই আসরটির শিরোপার লড়াইয়ে তদের সঙ্গী হয়েছে বিসিবি দক্ষিণাঞ্চল। আগামী ১৫ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।
বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচে এই দুই দলই মুখোমুখি হয়েছিল। টানা দুই ম্যাচ জিতে ফাইনালে এক পা দিয়ে রাখা মধ্যাঞ্চল এই ম্যাচে হেরে গেছে। তাদেরকে ৫ উইকেটে জারিয়েছে দক্ষিণাঞ্চল। হারলেও অবশ্য সমস্যা হয়নি সাকিব আল হাসানদের দলের। আগের দুই জয়েই ফাইনাল নিশ্চিত হয় মধ্যাঞ্চলের।
আরেক ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলকে ৪ উইকেটে হারিয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। লিগ পর্বের শেষ ম্যাচে এসে প্রথম জয় পেল তামিম ইকবালদের দল। জিতলেও আসর থেকে বাদ পড়েছে তারা। পূর্বাঞ্চল জয় পাওয়ায় উত্তরাঞ্চলও বাদ পড়েছে। এই দুটি দলই একটি করে জয়ে পেয়েছে। ফাইনালে ওঠা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল ২টি করে ম্যাচ জিতেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামা মধ্যাঞ্চল বড় সংগ্রহ গড়তে পারেনি। ৮ উইকেটে ২২০ রান তোলে তারা। আব্দুল মজিদ ৪৬, তৈবুর রহমান ২৩, অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৪৪, আল-আমিন জুনিয়র ২৩ ও আবু হায়দার রনি ৫৪ রান করেন। দক্ষিণাঞ্চলের মুস্তাফিজুর রহমান ৪টি ও শেখ মেহেদি হাসান ৩টি উইকেট নেন।
জবাবে ৫ উইকেটে ৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে দক্ষিণাঞ্চল। সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। এ ছাড়া পিনাক ঘোষ ৫৪, এনামুল হক বিজয় ২৪, অধিনায়ক জাকির হাসান ৪০ ও নাহিদুল ইসলাম ২২ রান করেন। মধ্যাঞ্চলের হাসান মুরাদ ২টি এবং মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট নেন।
আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে আগে ব্যাটিং করা বিসিবি উত্তরাঞ্চল ৪৯.৫ ওভারে ১০ উইকেটে ২১৬ রান করে। মাহমুদউল্লাহ রিয়াদ ৬৬ ও মার্শাল আইয়ুব ৫৪ রান করেন। জবাবে ৬ উইকেটে ৩৭.৫ ওভারেই জয় তুলে নেয় পূর্বাঞ্চল। ইমরুল কায়েস ৭১, তামিম ইকবাল ৩৫, আফিফ হোসেন ধ্রুব ২৬ ও শাহাদাত হোসেন দিপু ২৬ রান করেন।