‘যারা পারফরম্যান্স করে না, তাদের নিয়ে লাফালাফি করা ঠিক না’
আগামী ১৮ ফেব্রুয়ারি পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এর আগেই বাংলাদেশে চলে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রশিদ খান, মোহাম্মদ নবীদের।
এই সিরিজে সুযোগ পেতে দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য বিপিএল প্রমাণের মঞ্চ। একই সঙ্গে আফগান সিরিজের প্রস্তুতির জন্যও বিপিএল দারুণ এক প্ল্যাটফর্ম। সব মিলিয়ে বিপিএলে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।
ঢাকায় প্রথম পর্ব শেষে ছয় দিনের চট্টগ্রাম পর্বে নজর রাখতে সেখানে গিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, জানিয়েছিলেন নিজের মতামত। বাকি দুই নির্বাচকও চোখ রাখছেন বিপিএলে। সিলেট পর্ব শুরুর আগে মিরপুরে স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন আব্দুর রাজ্জাক।
সাবেক এই স্পিনার জানিয়েছেন, বাইরে থাকা ক্রিকেটারদের দলে জায়গা পেতে দুই-একটি ম্যাচে ভালো নয়, বিপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করতে হবে। তিনি বলেন, 'পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আসলে দল করা হবে। যারা পারফরম্যান্স করে না, তাদেরকে নিয়ে লাফালাফি করা ঠিক না।'
'যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট (বিপিএল) চলছে, ওইদিকে টি-টোয়েন্টি সিরিজ আছে। অবশ্যই দেখার বিষয়। খেয়াল রাখা হচ্ছে বাইরে থাকাদেরও। এটা আমাদেরও সুবিধা হয়েছে, তেমনি খেলোয়াড়দের জন্যও সুবিধা হয়েছে। পারফর্ম করে বা ওই রকম ধারাবাহিক পারফরম্যান্স হয়, তাহলে অবশ্যই সুযোগ থাকবে।' যোগ করেন রাজ্জাক।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন ইমরুল কায়েস। দলটির নেতৃত্বে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান অন্যান্য ম্যাচে রানের দেখা না পেলেও ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬২ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৮১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন।
এমন ইনিংস খেলার পর ইমরুলকে বিবেচনা করা হবে না জানতে চাইলে রাজ্জাক জানান, ইমরুলের পারফরম্যান্স ঠিক জায়গায় নেই। তিনি বলেন, 'ইমরুলের কথা বললেন, ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে, পারফরম্যান্স করছে এটা বললে ঠিক হবে না।'
'ও কিন্তু অনেকদিন ভালো খেলেনি। আপনি জাতীয় লিগ থেকে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপ টু দ্য মার্ক না। কিন্তু আমি ওকে দোষ দিচ্ছি না। কারণ, খেলোয়াড়দের ভালো সময়, খারাপ সময় থাকবেই। আপনি যেহেতু বললেন পারফরম্যান্স করছে তাই বললাম। গত ম্যাচে খুব ভালো খেলেছে সন্দেহতীতভাবে।'