‘খুবই অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য’- ব্যাটিং ধসের পর রাজ্জাক
চরম ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসেই বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা বড় সংগ্রহ গড়ায় বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে বিশাল লক্ষ্য। যে লক্ষ্য পাড়ি দিতে টেস্ট ক্রিকেটের ইতিহাস পাল্টাতে হবে বাংলাদেশকে। টেস্টে যেখানে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৪১৮ রানের, বাংলাদেশের লক্ষ্য সেখানে ৫১১ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাহাড়সম লক্ষ্য তাড়ায় বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। এভাবে আউট হওয়াকে অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আব্দুর রাজ্জাক। ব্যাটসম্যানদের আত্মাহুতির মিছিলে লিটন কুমার দাসের আউটের ধরন নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। যারপরনাই হতাশ রাজ্জাক মনে করেন, সিনিয়র ব্যাটসম্যান হিসেবে এভাবে আউট হওয়া ঠিক নয়।
লক্ষ্য তাড়ায় আসা-যাওয়ার মিছিলে নাম লেখান বাংলাদেশের ব্যাটসম্যানরা। যে উইকেটে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস রানের ফোয়ারা বইয়ে দেন, সেই উইকেটেই নিজেদের উইকেট বিলিয়ে এসেছেন ঘরের মাঠের দলটির ব্যাটসম্যানরা। ৩৭ রানেই ৫ উইকেট হারানো বাংলাদেশ ৪৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে, তাদের সামনে এখন অবধারিত হার। উইকেটে আছেন মুমিনুল হক ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম।
ওপেনার মাহমুদুল হাসান জয় পরাস্থ হয়ে লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দোর শিকারে পরিণত হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন। উইকেটের পেছনে ক্যাচ দেন জাকির হাসান ও শাহাদাত হোসেন দিপুও। উইকেটে গিয়েই তেড়েফুঁড়ে খেলতে গিয়ে আকাশে বল তুলে আউট হন লিটন।
টেস্টে এমন ব্যাটিং দেখে রাজ্জাক রীতিমতো ক্ষুব্ধ। সাবেক এই স্পিনার বলেন, 'ব্যাটিংয়ের দিক থেকে যদি বলেন, আমার কাছে খুবই অপ্রত্যাশিত মনে হয়েছে এবং অগ্রহণযোগ্য। এটা মানার মতো নয়। এই রকম ব্যাটিং হবে, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে…। ওরা ভালো ব্যাটিং করেছে। ওদের ব্যাটিং দেখার পর আমাদের ব্যাটিং দুই রকম মনে হয়েছে। আমি হতাশ '
উইকেটের কারণেই এমন ব্যাটিং কিনা, এমন প্রশ্নের উত্তরে রাজ্জাক বলেন, 'পিচের সমস্যা হবে কেন। আধা ঘণ্টার মধ্যে পিচ কি আকাশ-পাতাল পার্থক্য হয়ে যাবে নাকি। কিছুক্ষণ আগেই ওরা দুজন একশ মেরে গেল। ১০ মিনিটের বিরতি থাকে, ১০ মিনিটে উইকেটে কী এমন হলো! আসলে আমাদের প্রয়োগে কিছু ভুল হয়েছে। আসলে আমাদের ভুল।'
লিটনের আউটের ধরন নিয়ে তার ব্যাখ্যা, 'হতাশাজনক। টেস্ট ম্যাচে একজন সিনিয়র ব্যাটসম্যান এভাবে আউট হওয়া ঠিক নয়। আসলে লিটন দাস একা বলে নয়, এখানে কিন্তু ৫টা উইকেট পড়ে গেছে। সবারই ভুল। যারা যারা টেস্ট ম্যাচ খেলছে, তাদের ওর বয়স কম, ও ছোট, ও এখনো পাকাপোক্ত হয়নি, এগুলো বলার আসলে সুযোগ নেই। এ রকম সুযোগ আসলে মানিয়ে নিতে পারবে বলেই তাকে দেওয়া হয়েছে। কারও একার দোষ নয়।'
তৃতীয় দিনের খেলা শেষ সংবাদ সম্মেলনে আসেন দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ। কী কারণে শান্ত ও লিটনের এমন ব্যাটিং? বাংলাদেশ অলরাউন্ডার বলেন, 'এটার ব্যাখ্যা আসলে… যে খেলোয়াড় খেলে, (শট) সে ভালো বলতে পারবে পরিস্থিতি অনুযায়ী তখন কী চিন্তা করেছে। আমার কাছে মনে হয় শেষ দিকে এটা কঠিন অবশ্যই। আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে। আউটগুলো হতাশাজনক। তারপরও ভালো খেলার চেষ্টা করব। মুমিনুল ভাই রান করতে পারলে ভালো, আমি যদি ব্যাটিং করি, ভালো একটা অবস্থানে যেতে পারলে আমাদের জন্য ভালো হবে।'