সৌম্য-মুশফিক ঝড়ে ঘরের মাঠেও খুলনার কাছে পাত্তা পেল না সিলেট
বড় লক্ষ্যে সাবধানী শুরুর পর মাঝে দিক হারা অবস্থা। তখন মনে হচ্ছিল, বড় ব্যবধানেই হেরে যাবে সিলেট সানরাইজার্স। কিন্তু শেষ বেলায় গিয়ে ব্যাট হাতে ঝড় তুললেন মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিন বাবু। তাতে কিছুটা হলেও সম্ভাবনা জেগে ওঠে সিলেটের। যদিও তাদের লড়াই যথেষ্ট হয়নি। বড় সংগ্রহ গড়ে দারুণ এক জয় তুলে নিয়েছে মুশফিকুর রহিমের দল খুলনা টাইগার্স।
সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে ঘরের মাঠের দল সিলেট সানরাইজার্সকে ১৫ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে খুলনা। ৭টিতে মাত্র এক ম্যাচে জয় পাওয়া সিলেট আছে তলানিতে। টানা হারে প্লে-অফ খেলার পথ কঠিন হয়ে উঠলো দলটির।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামে খুলনা টাইগার্স। ম্যাচসেরা সৌম্য সরকার ও অধিনায়ক মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৮২ রান তোলে খুলনা। জবাবে এনামুল হক বিজয়, কলিন ইনগ্রামের পর মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিন বাবুর ঝড়ো ব্যাটিংয়েও ৬ উইকেটে ১৬৭ রানে থামে সিলেটের ইনিংস।
বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন সিলেটর দুই ওপেনার লেন্ডল সিমন্স ও এনামুল হক বিজয়। ১৭ বলে ১০ রান করে সিমন্স বিদায় নিলেও এদিন বিজয় রানের দেখা পেয়েছেন। ধীর-স্থির শুরুর পর হাত খুলে খেলা ডানহাতি এই ব্যাটসম্যান ৩৩ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৭ রান করে থামেন।
এর আগে কলিন ইনগ্রামের সঙ্গে ২৯ রানের জুটি গড়েন তিনি। ইনগ্রাম এদিন টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। ২৮ বলে একটি চার ও ২টি ছক্কায় ৩৭ রান করেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। ইনগ্রাম উইকেটে থাকতেই দ্রুত ফিরে যান মোহাম্মদ মিঠুন ও এদিনই অধিনায়কের দায়িত্ব পাওয়া রবি বোপারা।
অলোক কাপালিও কিছু করতে পারেননি। বাকিটা সময় লড়েছেন মোসাদ্দেক ও আলাউদ্দিন। শেষ জুটিতে মাত্র ১১ বলে ৩২ রান তোলেন তারা। মোসাদ্দেক ২২ বলে ৭টি চারে ৩৯ রানে অপরাজিত থাকেন। শেষ ওভারে কামরুল ইসলাম রাব্বিকে টানা তিনটি ছক্কা মারা আলাউদ্দিন মাত্র ৭ বলে একটি চার ও ৩টি ছক্কায় ২৫ রানের হার না মানা ইনিংস খেলেন। খুলনার সৌম্য সরকার ও থিসারা পেরেরা ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান খালেদ আহমেদ ও নাবিল সামাদ।
এর আগে ব্যাটিং করা খুলনার ইনিংসে দুটি নাম বড় করে, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। এই দুজনের ব্যাটিং ঝড়ে বড় সংগ্রহ পেয়ে যায় খুলনা। ম্যাচসেরা সৌম্য ৬২ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৮২ রানের ঝলমলে এক ইনিংস খেলেও অপরাজিত থাকেন। অধিনায়ক মুশফিক ৩৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬২ রানের হার না মানা ইনিংস খেলেন। এর বাইরে ইয়াসির আলী রাব্বি ২৩ রানের ইনিংস খেলেন। আন্দ্রে ফ্লেচার ১ ও শেখ মেহেদি হাসান শূন্য রান করেন। সিলেটের সোহাগ গাজী ও এ কে এস স্বাধীন একটি করে উইকেট নেন।