ফটো সেশন বাদ দিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব: বরিশালকে কারণ দর্শানোর নোটিশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের আগের দিন দুই অধিনায়কের আনুষ্ঠানিক ফটো সেশনে ছিলেন না সাকিব আল হাসান। দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। ফরচুন বরিশালের অধিনায়কের অনুপস্থিত থাকার কারণ হিসেবে তার পেটের পীড়ার কথা জানানো হয় দলের পক্ষ থেকে। যদিও রাতে জানা যায় ফটো সেশন, দলের অনুশীলন বাদ দিয়ে একটি টেলিভিশন বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছিলেন তিনি। এই ইস্যুতে ফরচুন বরিশালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি।
ফাইনালের পর সংবাদমাধ্যমের সঙ্গে দীর্ঘক্ষণের আলাপে বিষয়টি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার ক্রিকেটারদের সব দায়িত্ব ফ্র্যাঞ্চাইজিদের ওপর ছিল বলে দায়টা বরিশালকেই নিতে হবে বলে জানান নাজমুল হাসান। এবার বিপিএলে ছিল না জৈব সুরক্ষা বলয়। ম্যানেজড ইভেন্ট ইনভাইরোমেন্ট (এমইই) প্রটোকলে অনুষ্ঠিত হয় বিপিএল। এই সুরক্ষা নীতিতেও আছেন নিয়ম-কানুন। এটা কীভাবে ভঙ্গ হলো, সেটাই জানতে বরিশালকে নোটিশ দেওয়া হয়েছে।
বিসিবি সভাপতি বলেন, 'যতগুলো সিরিজ কিংবা টুর্নামেন্ট হয়েছে। আমরা কিন্তু এটা ছাড় দেইনি। বিপিএল কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের উপর দায়িত্ব থাকে, আমাদের তত্ত্বাবধানে খেলোয়াড়রা থাকে না। আমরা ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। সুরক্ষা বলয় (এমইই) ভেঙে বাইরে গেল কীভাবে। কারণ আমরা ফ্র্যাঞ্চাইজিদেরকে নির্দেশনা দিয়েছিলাম কীভাবে সুরক্ষা বলয় টিকিয়ে রাখা যাবে। এটা কেন ভেঙে গেল, সেটাই সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিদের কাছে জানতে চেয়েছি।'
ব্যক্তিগত বিজ্ঞাপনী চুক্তির জন্য সাকিব নিয়ম-নীতি অমান্য করতে পারেন কিনা, এমন প্রশ্নে নাজমুল হাসান বলেন, 'টুর্নামেন্টের মাঝে তো কিছু করা সম্ভব নয়। টুর্নামেন্ট শেষ হয়েছে, এখন যা করার করবে। অবশ্যই পারে না। কেউ আইন ভাঙুক, এটা তো প্রশ্নই ওঠে না। কেউ তো আলাদা হতে পারে না। তবে এখানে ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বটা বেশি ছিল।'
ফাইনালের আগের দিন ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটো সেশন করার কথা ছিল দুই দলের অধিনায়ক সাকিব আল হাসান ও ইমরুল কায়েসের। বৃহস্পতিবার বেলা ২টা ৪৫ মিনিটে ফটো সেশন পর্ব শুরু হওয়ার কথা ছিল। বেলা সোয়া তিনটায় শুরু হওয়া ফটো সেশনে সাকিব আসেননি। কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে বরিশালের পক্ষ থেকে যোগ দেন দলটির সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।
ফটো সেশনের কিছুক্ষণ আগে বরিশালের মিডিয়া গ্রুপে জানানো হয়, সাকিব উপস্থিত থাকবেন না। বিবৃতিতে বলা হয়, 'ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান পেটের পীড়ায় ভুগছেন। বরিশালের পক্ষে উপস্থিত থাকবে সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।'
ফটো সেশনের সময়ও সাকিবের পেটের পীড়ার কথা উল্লেখ করা হয়। ফটো সেশনের আগে সাকিবকে না দেখে সাংবাদিকরা রবিশালের ম্যানেজার সাব্বির খানকে তার ব্যাপারে জানতে প্রশ্ন করেন। উত্তরে সাব্বির বলেন, 'পেটের সমস্যার কারণে সাকিব আসতে পারেননি।' ফুড পয়জনিং কিনা জানতে চাইলে তিনি বলেন, 'হ্যাঁ, অমন কিছুই।'
ধোঁয়াশা তৈরি হয় বরিশালের সহ-অধিনায়ক সোহানের বক্তব্যে। ফটো সেশনের পর সাকিব প্রসঙ্গে তিনি বলেন, 'গতকাল আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল, করেছি। আমার কাছে যেটা মনে হয় উনি (সাকিব) জিম বা অন্য কিছু করছে। যে কারণে হয়তো আসতে পারেননি। যে কারণে আমার এখানে আসা। আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এর থেকে খুব বেশি আমি জানি না।'
সাকিবের পেটের পীড়ার কথা বলা হলেও কারণটা ছিল ভিন্ন। টেলিভিশন বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে অনুশীলন ও আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেননি সাকিব। অমিতাভ রেজার পরিচালনায় কোমল পানীয় সেভেন আপের বিজ্ঞাপনের শুটিংয়ে দিনভর ব্যস্ত ছিলেন বরিশালের অধিনায়ক।