মুশফিকের ফেরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার মিশনে স্বাগতিকরা। এই ম্যাচেও টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে।
অনুশীলনে চোট পাওয়ায় প্রথম টি-টোয়েন্টি খেলা হয়নি মুশফিকুর রহিমের। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অভিজ্ঞ এই ব্যাটসম্যানের খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে শঙ্কা কেটে যায় আগেরদিনই। মুশফিককে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। জায়গা হারাতে হয়েছে আগের ম্যচে অভিষেক হওয়া ইয়াসির আলী রাব্বিকে।
আফগানিস্তানের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন দুই স্পিনার মুজিব-উর-রহমান ও কাইস আহমেদ। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন উসমান গণি ও শারাফউদ্দিন।
ঘরের মাঠে এই প্রথম আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আজকের ম্যাচটি জিতলে প্রথমবারের মতো তাদের বিপক্ষে সিরিজ জেতা হবে বাংলাদেশের। দুই দলের খেলা আগের একমাত্র টি-টোয়েন্টি সিরিজে দেরাদুনে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, নাঈম শেখ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, নাজিবুল্লাজ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, উসমান গণি, করিম জানাত, ফজল হক ফারুকী, শারাফউদ্দিন ও দারবিশ রসুলি।