পাকিস্তানকে টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ
ওয়ানডেতে সব সময়ই কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ। ঘরের মাঠ হলে যেকোনো দলকে পরীক্ষায় ফেলে তারা। এবার আঙিনাটা বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার মাটিতেও ওয়ানডেতে রাজত্ব করেছে তামিম ইকবালের দল। দেশটিতে প্রথমবারের মতো জয়ের স্বাদ পাওয়া বাংলাদেশে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয়।
ঐতিহাসিক এই সিরিজ জয়ের ফল পেয়ে গেছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির করা ওয়ানডে র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে উন্নতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে গেছে তারা। এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে পাকিস্তান।
বাংলাদেশের র্যাঙ্কিংয়ের এই উন্নতি পাকিস্তানের হারের কারণে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মঙ্গলবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেছে বাবর আজমের দল। এই হারে রেটিং পয়েন্ট কিছুটা কমেছে পাকিস্তানের, ২৮ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ৯৩। ৩৬ ম্যাচে সমান ৯৩ পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছে নিউজিল্যান্ড। ১৮ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ১২১। ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৩২ ম্যাচে ১১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। ২৯ ম্যাচে ১১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অস্ট্রেলিয়া। চার নম্বরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১০। দক্ষিণ আফ্রিকা ১০২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে।
ওয়ানডেতে দাপুটে চেহারায় আছে বাংলাদেশ। অনেকদিন ধরেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে তামিম ইকবালের দল। ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট এক নম্বরে থাকা বাংলাদেশের। ৯৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইংল্যান্ড। ভারত তিন নম্বরে, অস্ট্রেলিয়া আছে চার নম্বরে।