তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ
ডারবান টেস্টের দ্বিতীয় দিন বল হাতে ভালোই সময় কাটে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার শেষ দুই জুটি ভোগালেও বলার মতো মুহূর্ত ছিল মুমিনুল হকের দলের। কিন্তু ব্যাট হাতে দুঃস্বপ্নের সময় কাটে বাংলাদেশের।
দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে অলআউট করে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২৫ রানেই প্রথম উইকেট হারায়। এরপর সাইমন হার্মারের স্পিন ছোবলে দিকহারা বাংলাদেশ ৯৪ রানেই হারায় ৪ উইকেট। ৪টি উইকেটই নেন হার্মার। তৃতীয় দিনের শুরুটাও ভালো হলো না, দুই ওভারের মধ্যেই উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ডারবানের কিংসমিড স্টেডিয়ামে ৪ উইকেটে ৯৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৪৪ ও তাসকিন শূন্য রানে অপরাজিত থাকেন।
মূল্যবান উইকেট বাঁচিয়ে রাখতে তাসকিনকে ব্যাটিংয়ে পাঠানো হয়। ৯ বল খেলে দায়িত্বটা ভালোভাবেই পালন বাংলাদেশের ডানহাতি এই পেসার। কিন্তু ততৃীয় দিন টিকতে পারলেন না তিনি। এদিন প্রথম বলেই দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত পেসার লিজাড উইলিয়ামসের বলে আউট হন তিনি।
ব্যাটিং ব্যর্থতার মাঝেও নিজেকে ব্যতিক্রম প্রমাণ করে ব্যাটিং ছালিয়ে যাচ্ছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। অন্য প্রান্তে উইকেট পড়তে থাকলেও এক পাশ আগলে রেখেছেন তিনি। তার সঙ্গে যোগ দিয়েছেন লিটন কুমার দাস।
৫৫ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১১৩ রান। জয় ৪৬ ও লিটন ৯ রানে ব্যাটিং করছেন। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ২৫৪ পিছিয়ে আছে বাংলাদেশ।