‘আন্দ্রের মতো নাচতে চাই’- কামিন্স তাণ্ডবের পর শাহরুখ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/04/07/srk_and_russell.jpg)
হাত থেকে ছিটকে গিয়েছিল ম্যাচ, জয় তখন অনেক দূরের পথ মনে হচ্ছিল কলকাতা নাইট রাইডার্সের। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো জয়ের হাসি হাসার অপেক্ষায়। কিন্তু প্যাট কামিন্স উইকেটে যেতেই বদলে যায় দৃশ্যপট। খুনে ব্যাটিংয়ে রেকর্ড গড়া হাফ সেঞ্চুরিতে কলকাতাকে জিতিয়ে দেন অজি এই পেসার। তার এমন ব্যাটিং দেখার পর কলকাতার মালিক বলিউড কিং শাহরুখ খান জানিয়েছেন, ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের মতো করে নাচতে চান তিনি।
বুধবার পুনেতে মাত্র ১৫ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৫৬ রানের ঝড়ো ইনিংসে ২৪ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কামিন্স। অপরাজিত ৫৬ রানের ইনিংসের মধ্যে ৫২ রানই বাউন্ডারি থেকে তোলেন তিনি। ১, ৬, ৪, ০, ০, ৬, ৪, ১, ৬, ৪, ৬, ৬, ২, ৪, ৬, মুম্বাইয়ের বিপক্ষে তার খেলা এই ১৫টি বলই বদলে দেয় কলকাতার ভাগ্য।
মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কামিন্স। এতে আইপিএলের ইতিহাসে যৌথভাবে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক হয়ে যান তিনি। এতোদিন রেকর্ডটি লোকেশ রাহুলের দখলে ছিল। ২০১৮ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৪ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি।
কামিন্সের রেকর্ডময় ইনিংসটি দেখে উচ্ছ্বাসের শেষ নেই শাহরুখ খানের। কলকাতার স্বত্বধিকারী এক টুইটে লিখেছেন, 'আমি আন্দ্রের মতো নাচতে চাই এবং পুরো দলের মতো করে তোমাকে আলিঙ্গন করতে চাই। দারুণ! আর বলার কী আছে!'
লোকেশ রাহুলের রেকর্ড ছোঁয়া ছাড়াও সুরেশ রায়নার একটি রেকর্ড নিজের করে নিয়েছেন কামিন্স। আইপিএলে ৫০ এর বেশি রান করা ইনিংসে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট এখন কামিন্সের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৭৩.৩৩ গড়ে ব্যাটিং করেন তিনি। ২০১৪ সালে পাঞ্জাবের বিপক্ষে ৩৪৮.০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন রায়না।