রোমাকে ফাইনালে তুলে কাঁদলেন মরিনহো
ম্যাচ চলাকালীন হোসে মরিনহোর ক্ষ্যাপাটে রূপের সাথে অনেকেই পরিচিত। কখনো চরম বিরক্তি-ক্ষোভ, কখনোবা অস্থির পায়চারি করতে দেখা যায় স্বঘোষিত 'নাম্বার ওয়ান'কে। এবার দেখা গেলো মরিনহোর আবেগী রূপ। রোমাকে কনফারেন্স লিগের ফাইনালে তুলে জয়ের আনন্দে কাঁদলেন কোচ মরিনহো!
ইংলিশ ক্লাব লেস্টার সিটিকে হারিয়ে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রোমা। আর তাতেই অশ্রুসিক্ত মরিনহো।
প্রথম লেগে লেস্টারের মাঠে ১-১ গোলে ড্র করেছিল রোমা। বৃহস্পতিবার ফিরতি লেগে ঘরের মাঠে ১-০ ব্যবধানে জিতে মরিনহোর শিষ্যরা। ফলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-১-এ। স্টাদিও অলিম্পিকোতে ট্যামি আব্রাহামের গোল রোমাকে পৌছে দিয়েছে কাঙ্ক্ষিত ফাইনালে।
এ নিয়ে একমাত্র কোচ হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতার চারটি ফাইনালে পৌঁছালেন মরিনহো। কিন্তু ৫৯ বচর বয়সী এই পর্তুগিজের কাছে সফলতাই হলো আসল।
ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার সময়ও মরিনহোর চোখে ছিল পানি। পরে সাংবাদিকদের তিনি বলেন, "আমি এই মুহূর্তে খুবই আবেগপূর্ণ। আমাদের কাছে এটাই আমাদের চ্যাম্পিয়নস লিগ। যখন আপনি রোমে কাজ করেন, রোমে বাস করেন এবং রোমে নিশ্বাস নেন; তখন আপনি এই ক্লাবটিকেও নিজের নিঃশ্বাসে অনুভব করেন, কারণ এটাই এই শহরের সত্যিকারের ক্লাব।"
তিনি আরও বলেন, 'আমরা ঠিক দল তৈরি করতে পেরেছি এবং এমনভাবে নিজেদের গড়েছি যেন প্রিমিয়ার লিগের একটা দলকে হারাতে পারি। এর চেয়ে বড় সাফল্য অবশ্যই এসেছে আমার, কিন্তু আমার এই দল ও খেলোয়ারদের জন্য আমি অনুভব করছি এখন।"
আগামী ২৫ মে আলবেনিয়ার তিরানায় ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে ফেইনুর্দের মুখোমুখি হবে রোমা।
সূত্র: প্লানেট ফুটবল