বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন স্টুয়ার্ট ল, ওয়াসিম জাফর
বাংলাদেশের ক্রিকেটে কাজ করেছেন দুজনই। দুজনেরই অভিজ্ঞতা আছে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করার। স্টুয়ার্ট ল এবং ওয়াসিম জাফর; আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন এ দুজন।
বিসিবির গেম ডেভেলপমেন্টের কোচে হিসেবে বাংলাদেশে আসছেন ওয়াসিম জাফর। তার কাজের পরিধি বেশ বড় হবে। ভারতের হয়ে ৩১টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলা সাবেক এই ওপেনার অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ করবেন। পাশাপাশি হাই পারফরম্যান্স ইউনিটও (এইচপি) দেখভাল করবেন জাফর।
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের সাবেক প্রধান কোচ স্টুয়ার্ট ল অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হয়ে বাংলাদেশে ফিরছেন। অস্ট্রেলিয়ান এই কোচ ও জাফর জুলাইয়ের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবেন। বিষয়টি দ্য বিজনে স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভলপমেন্ট ম্যানেজার এইচ এম কায়সার।
ঢাকা প্রিমিয়ার লিগে খেলে গেছেন ওয়াসিম জাফর। এরপরই বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করার প্রস্তাব পান তিনি। ২০১৯ সালে স্বল্প মেয়াদে বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেন তিনি। পরের ক্রিকেটকে বিদায় জানান জাফর, হন উত্তরখন্ডের কোচ। রাজ্যের ক্রিকেট সংস্থার সঙ্গে বিতর্কে জড়িয়ে পদত্যাগ করার আগে ভারতের ঘরোয়া দল ওডিশার কোচের দায়িত্ব পালন করেন তিনি। আইপিএলের দল পাঞ্জাব কিংসেও ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি।
স্টুয়ার্ট ল কয়েক পত্তনে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করেছেন। ২০১১-১২ মৌসুমে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। তার তত্ত্বাবধানেই ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু ৯ মাস দায়িত্ব পালন করে হঠাৎ-ই সরে দাঁড়ান অস্ট্রেলিয়ান এই কোচ। ২০১৬ সালে বাংলাদেশে ফেরেন ল। সে বছর ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে কাজ করেন তিনি।
নাভিদ নেওয়াজের স্থলাভিষিক্ত হচ্ছেন স্টুয়ার্ট ল। শ্রীলঙ্কান এই কোচ চার বছর যুব দল নিয়ে কাজ করেন। তার অধীনে ২০২০ বিশ্বকাপে চ্যাম্পিয়নের মুকুট পরে বাংলাদেশ। বর্তমানে শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন নেওয়াজ।