ফ্রেঞ্চ ওপেনে সেরার মুকুট জিতলেন শিয়াওতেক
সেরেনা উইলিয়ামস হতে পারতেন বাধা, কিন্তু আমেরিকার কিংবদন্তি এই টেনিস খেলোয়াড় অংশ নেননি। আরেক বাধা যিনি হতে পারতেন, সেই নাওমি ওসাকা প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠে দারুণ কিছু করার আভাস দিলেও শেষ পর্যন্ত পারলেন না কোকো গাউফ। অনায়াসেই তাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হলেন ইগা শিয়াওতেক।
শনিবার রোলা গাঁরোর নারী এককের ফাইনালে গাউফকে দাঁড়াতেই দেননি শিয়াওতেক। র্যাঙ্কিং সেরা পোলিশ এই টেনিস তারকা ৬-১, ৬-৩ গেমে জয় তুলে বিজয়ের হাসি হাসেন। এ নিয়ে দুটি গ্ল্যান্ড স্ল্যাম জিতলেন শিয়াওতেক। ২০২০ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেই প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নেন তিনি।
র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা শিয়াওতেক দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। হারতে যেন ভুলে গেছেন ২১ বছর বয়সী এই টেনিস তারকা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৫ ম্যাচে জিতেছেন তিনি।
টানা জয়ের রেকর্ডে আমেরিকার টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামসকে ছুঁয়ে ফেলেন শিয়াওতেক। টেনিসের উন্মুক্ত যুগে একাধিক ফ্রেঞ্চ ওপেন জেতার দিক থেকে তিনি দশম নারী। দুরন্ত গতিতে এগিয়ে চলা পোলিশ এই তরুণী চলতি বছর টানা ছয়টি শিরোপা জিতেছেন।
এবারের ফ্রেঞ্চ ওপেনে নারী এককটি ছিল তারুণ্যের লড়াই। ২১ বছর বয়সী শিয়াওতেকের মুখোমুখি হন আমেরিকার ১৮ বছর বয়সী কোকো গফ। প্রথম সেটে পাত্তাই পাননি তিনি, হেরে যান ৬-১ ব্যধানে। দ্বিতীয় সেটে লড়াইয়ের আভাস দিলেও বেশি দূর আগাতে পারেননি গাউফ, হার মানেন ৬-৩ ব্যবধানে।