বাংলাদেশকে রুখে দিলো মালয়েশিয়ার মেয়েরা
প্রথম ম্যাচে যেমন র্যাঙ্কিংয়ের ব্যবধান ঘুচিয়ে দিয়েছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে তেমনি প্রথম ম্যাচের কথা ভুলিয়ে দিলো মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দল। এই দলটিই আগের ম্যাচে যে ৬-০ গোলে হেরেছে, সেটা তাদের পারফরম্যান্সে বোঝা গেল না। অনেক চেষ্টা করেও মালয়েশিয়ার জালের ঠিকানা পেল না সাবিনা খাতুনের দল।
রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক দ্বিতীয় প্রীতি ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এক ম্যাচ জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা।
আগের ম্যাচে দাপুটে ফুটবল খেলে মালয়েশিয়ার মেয়েদের গোল বন্যায় ভাসায় বাংলাদেশ। কিন্তু দুই দিনের ব্যবধানেই নিজেদের গুছিয়ে নিয়ে পরের ম্যাচে দারুণ লড়াই করলো সফরকারীরা।
দ্বিতীয় ম্যাচের ফলাফলই মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের বাস্তবসম্মত ফল। অনেকে এমন ফলই ধরে রেখেছিল। কিন্তু প্রথম ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স করে সফরকারীদের গুড়িয়ে দেয়। ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকালে প্রথম ম্যাচের ফল অবিশ্বাস্যই মনে হবে।
কারণ ছেলেদের মতো মালয়েশিয়ার মেয়েদের দলও ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। মালয়েশিয়া আছে ৮৫ নম্বরে, বাংলাদেশ সেখানে ১৪৬ নম্বরে। কিন্তু ৬১ ধাপের এই ব্যবধান দুই ম্যাচে মাঠের লড়াইয়ে বুঝতেই দিলেন না বাংলাদেশের মেয়েরা।
অনেক আগেই এই ম্যাচ দুটির সূচি চূড়ান্ত হয়, খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিলেট জেলা স্টেডিয়ামে। কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতির কারণে ম্যাচ সরিয়ে নিয়ে আসা হয়, খেলা হচ্ছে টার্ফে। এই দুই ম্যাচের টিকেটের টাকা সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের সাহয্যে দেওয়া হবে।