জীবন বীমা কর্পোরেশনের লিখিত পরীক্ষার সময়সূচি
জীবন বীমা কর্পোরেশনের তিন পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষা ৩ সেপ্টেম্বর দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং দুপুর ৩টা থেকে ৩:৩০টা পর্যন্ত অফিস সহায়ক পদের পরীক্ষা নেয়া হবে।
প্রার্থীরা http://jbc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলােড করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রের নাম, ঠিকানা এবং পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় প্রয়ােজনীয় নির্দেশনা প্রবেশপত্রে উল্লেখ থাকবে। প্রবেশপত্রের প্রিন্ট কপি পরীক্ষা হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে।