বিসিআইসি'র নিয়োগ পরীক্ষার সময়সূচি
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) স্থগিতকৃত নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে।
ছয় ক্যাটাগরির পদে ৩৯ জন কর্মকর্তা নিয়ােগের লিখিত পরীক্ষা আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিসিআইসি'র উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) করিমুন্নিসা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার কেন্দ্র জানিয়ে দেয়া হবে। পরীক্ষার কেন্দ্র পরিবর্তন হওয়ায় প্রার্থীদের নতুনভাবে প্রবেশপত্র ডাউনলােড করতে হবে।