ডাক অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ১১ সেপ্টেম্বর
ডাক অধিদপ্তরের বাস্তবায়নাধীন 'বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘরসমূহের সংস্কার/পুনর্বাসন-২য় পর্যায় (১ম সংশােধিত)' শীর্ষক প্রকল্পের আওতায় উপ-সহকারী প্রকৌশলী (পুর) পদে জনবল নিয়ােগের স্থগিত লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে।
আগামী ১১ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পােস্ট অফিস হাইস্কুল, মতিঝিল, ঢাকা-১০০০ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইতােমধ্যে যােগ্য প্রার্থীদের অনুকূলে পুনরায় প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই পূর্বের প্রবেশপত্র এবং পাসপাের্ট সাইজের দুই কপি ছবি সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য, শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে উপ-সহকারী প্রকৌশলী (পুর) পদে ১০ জন কর্মকর্তা নিয়োগের লিখিত পরীক্ষা গত ৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।