দুই প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত
বাংলাদেশ লােক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট ও অফিস সহায়ক পদে নিয়ােগের এমসিকিউ পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। জীবন বীমা কর্পোরেশনের সহকারী জেনারেল ম্যানেজার-প্রশাসন ও বাছাই কমিটির সদস্য সচিব মােহাম্মদ মাহবুবুল আলম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ লােক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অপারেটর ও উচ্চমান সহকারী পদের নিয়ােগ পরীক্ষা ২৭ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) মাে: সিদ্দিকুর রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরীক্ষার পরবর্তী তারিখ প্রার্থীদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।