প্রকল্পে লোক নেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায়ে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকল্প অফিস, নগর স্বাস্থ্য কেন্দ্র, ছাফা-মােতালেব সিটি কর্পোরেশন নগর মাতৃসদন হাসপাতাল ও বন্দরটিলা সিটি কর্পোরেশন নগর মাতৃসদন হাসপাতাল পরিচালনার জন্য অস্থায়ীভিত্তিতে পদগুলোতে নিয়োগ দেয়া হবে।
নগর স্বাস্থ্য কেন্দ্রের পদসমূহ:
১. মেডিকেল অফিসার
২. প্যারামেডিক
৩. ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (মহিলা)
৪. কাউন্সিলর (মহিলা)
৫. ল্যাবরেটরী টেকনিশিয়ান
৬. ফিল্ড সুপারভাইজার
৭. অফিস সহকারী
৮. রিসিপশনিস্ট (মহিলা)
৯. সার্ভিস প্রমোটর
১০. ফ্যামিলি ওয়েলফেয়ার এসিস্ট্যান্ট (মহিলা)
১১. আয়া কাম ক্লিনার
১২. মেসেঞ্জার কাম সিকিউরিটি গার্ড
ছাফা-মােতালেব সিটি কর্পোরেশন নগর মাতৃসদন হাসপাতাল ও বন্দরটিলা সিটি কর্পোরেশন নগর মাতৃসদন হাসপাতালের পদসমূহ:
১. ক্লিনিক ম্যানেজার
২. কনসালটেন্ট (গাইনী এন্ড অবস্)
৩. কনসালটেন্ট (শিশু)
৪. মেডিকেল অফিসার (মহিলা)
৫. কাউন্সিলর (মহিলা)
৬. নার্স
৭. ল্যাবরেটরী টেকনিশিয়ান
৮. প্যারামেডিক
৯. ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (মহিলা)
১০. অফিস সহকারী
১১. রিসিপশনিস্ট (মহিলা)
১২. এ্যাম্বুলেন্স ড্রাইভার
১৩. ক্লিনিক এইড
১৪. আয়া কাম ক্লিনার
১৫. মেসেঞ্জার কাম সিকিউরিটি গার্ড
প্রকল্প অফিসের পদসমূহ:
১. ফ্যামিলি প্ল্যানিং কোঅর্ডিনেটর/ সুপারভিশন অফিসার
২. এমআইএস/ আইটি অফিসার
৩. অফিস সহায়ক
আবেদনের নিয়ম: প্রার্থীদের আবেদনপত্র বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী 'স্বাস্থ্য বিভাগ প্রশাসনিক কার্যালয়, সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, কালিবাড়ি রােড, সদরঘাট, চট্টগ্রাম' ঠিকানায় জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২১ ডিসেম্বর ২০২০।