মেট্রোরেলে আবেদনের সময়সীমা বৃদ্ধি
মেট্রোরেলে ১৩০ পদে চাকরির আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। প্রার্থীরা ৩১ আগস্টের পরিবর্তে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা শিথিল ও বয়সসীমা পুন:নির্ধারণ করা হয়েছে। এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় সিজিপিএ ৫.০০ স্কেলে ৩.০০ থাকলেই আবেদনের সুযোগ পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযােদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আগ্রহীদের dmtcl.gov.bd এই ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র ও বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টসহ 'ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল ১৪, ৭১-৭২ পুরানা এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০' ঠিকানায় পাঠাতে হবে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন