মেডিকেল প্রমোশন অফিসার নেবে ওরিয়ন ফার্মা
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ দেবে।
যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। কমপক্ষে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগের ছাত্র হতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।
পদটিতে নিয়োগপ্রাপ্তদের আকর্ষণীয় বেতন, টিএ-ডিএ, প্রশিক্ষণ ভাতা, মোটরসাইকেলসহ মাসিক ভাতা, উৎসব এবং বাৎসরিক বোনাস, ইনসেনটিভ, বিদেশ ভ্রমণ, প্রফিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুবিধা দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৪ থেকে ৭ জানুয়ারি অথবা ৯ থেকে ১৪ জানুয়ারির মধ্যে বিজ্ঞপ্তিতে দেয়া ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারে জন্য উপস্থিত হতে হবে।