যশাের বি এ এফ শাহীন কলেজে চাকরির সুযোগ
যশাের বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে অবস্থিত বি এ এফ শাহীন কলেজে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদগুলো হলো-
ক. প্রভাষক (যুক্তিবিদ্যা) : ১টি
খ. প্রভাষক (ভূগােল) : ১টি
গ. এডমিন সুপারভাইজার : ১টি
ঘ. অফিস সহকারী কাম হিসাব সহকারী : ১টি
ঙ. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর : ১টি
চ. অফিস সহায়ক : ১টি
ছ. নৈশপ্রহরী : ১টি
প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।