সোনালী ব্যাংকের অফিসার (আইটি) নিয়োগ পরীক্ষা ২১ অক্টোবর
সােনালী ব্যাংক লিমিটেডের ২০১৯ সাল ভিত্তিক 'অফিসার (আইটি)' পদে নিয়ােগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
আগামী ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, পূর্ণমান ১০০ নম্বর।
প্রার্থীরা পরীক্ষা শুরুর আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) হতে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনাে প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়ােজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে মােবাইল ফোন, স্মার্ট ওয়াচ, অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস, মানিব্যাগ এবং প্রবেশপত্রের একাধিক কপি বা কোনাে অতিরিক্ত কাগজ নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষার হলে প্রবেশের পূর্বে মাস্ক ব্যবহারসহ সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে।