১৬৭৪ জনকে নিয়োগ দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
বিভিন্ন পদে ১৬৭৪ জন কর্মকর্তা কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। উল্লেখযোগ্য পদগুলো হলো-
- সহকারী পরিচালক : ৯টি
- প্রকিউরমেন্ট অফিসার : ৩টি
- এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার : ২টি
- ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর : ৩টি
- সহকারী প্রকৌশলী : ১১টি
- ডাটা এন্ট্রি অপারেটর : ১০টি
- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক : ৫০টি
- মেডিক্যাল অফিসার : ৫টি
- এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর : ৭টি
- এরোড্রাম সহকারী : ১২৪টি
- এয়ারপোর্ট ফায়ার লিডার : ১২টি
- প্রোগ্রামার : ৩টি
- সিনিয়র অফিসার : ১০টি
- সহকারী নিরাপত্তা কর্মকর্তা : ২৪টি
- এরোড্রাম কর্মকর্তা : ৩৯টি
- উপ সহকারী প্রকৌশলী : ৫৬টি
- হিসাব সহকারী : ৪৯টি
প্রার্থীরা অনলাইনে caab.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৩ মে সকাল ১০টা থেকে ২০ জুন বিকাল ৫টা পর্যন্ত।