৪০৩২ জনকে নিয়োগ দেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/10/25/dshe_logo.jpg)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন অফিস/ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের রাজস্বখাতভুক্ত ২৮ ধরনের পদে ৪০৩২ জনকে নিয়োগ দেয়া হবে।
পদের নাম ও পদসংখ্যা:
১. প্রদর্শক (পদার্থ) : ১০৯টি
২. প্রদর্শক (রসায়ন) : ১২০টি
৩. প্রদর্শক (জীববিজ্ঞান) : ৩১টি
৪. প্রদর্শক (প্রাণিবিদ্যা) : ১০৯টি
৫. প্রদর্শক (উদ্ভিদবিদ্যা) : ৯৬টি
৬. প্রদর্শক (ভূগোল) : ১৩টি
৭. প্রদর্শক (মৃত্তিকাবিজ্ঞান) : ৫টি
৮. প্রদর্শক (গণিত) : ২২টি
৯. প্রদর্শক (গার্হস্থ্য) : ৮টি
১০. প্রদর্শক (কৃষি) : ১টি
১১. গবেষণা সহকারী (কলেজ) : ২১টি
১২. সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার : ৬৯টি
১৩. ল্যাবরেটরি সহকারী : ৬টি
১৪. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর : ৫টি
১৫. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর : ৪টি
১৬. উচ্চমান সহকারী : ৮৫টি
১৭. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক : ৫১৩টি
১৮. ক্যাশিয়ার/স্টোর কিপার : ৪টি
১৯. হিসাব সহকারী : ১০৬টি
২০. ক্যাশিয়ার : ৮৫টি
২১. স্টোর কিপার : ৫০টি
২২. মেকানিক কাম ইলেকট্রিশিয়ান : ৩৩টি
২৩. গাড়ী চালক : ১১টি
২৪. বুক সর্টার : ৪৬টি
২৫. অফিস সহায়ক : ১৯৩২টি
২৬. নিরাপত্তা প্রহরী : ২৫৫টি
২৭. মালী : ১০০টি
২৮. পরিচ্ছন্নতাকর্মী : ১৬৩টি
আবেদনের নিয়ম: প্রার্থীদের dshe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/10/25/dshe-1.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/10/25/dshe-2.jpg)