অবশেষে জামিন পেলেন মিন্নি
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে রায় দেন।
তবে শর্ত সাপেক্ষে এই রায় দিয়েছে আদালত। আদালত বলেছে, জামিনে থাকা অবস্থায় মিন্নি তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরের জিম্মায় থাকবে। আর এই সময়ে মিন্নি গণমাধ্যমের সামনে কোনো কথা বলতে পারবে না।
বুধবার (২৮ আগস্ট) তার জামিন নিয়ে রুলের ওপর শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবার ধার্য করা হয়।
বুধবার আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসাইন বাপ্পী।