আরিয়ানের মামলার তদন্তভার থেকে সরানো হলো সমীর ওয়াংখেড়েকে
আরিয়ান খানের মাদক মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, ক্রুজ ড্রাগস পার্টি মামলার তদন্তকারী দলের অংশে আর থাকছেন না বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই অফিসার।
ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এবং আরিয়ান মামলায় তদন্তের গাফিলতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধেও তদন্ত চলছে।
এর মাঝেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হলো। আরিয়ানের মামলাসহ মোট ছয়টি হাই প্রোফাইল মাদক-মামলার তত্ত্বাবধানে এবার থাকবে ভারতের সেন্ট্রাল ইউনিট।
এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল মুথা অশোক জৈন জানান, ক্রুজ ড্রাগ পার্টি-সহ মোট ছয়টি মামলার দায়িত্বে থাকছে না এনসিবি জোনাল (মুম্বাই) টিম। এ মামলাগুলো বিস্তারিত তদন্তের জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে, মামলার তদন্তকারী হিসেবে না থাকলেও, এনসিবির মুম্বাই জোনাল ডিরেক্টর পদে বহাল থাকবেন ওয়াংখেড়ে।
এই সিদ্ধান্তের বিষয়ে সংবাদমাধ্যমকে ওয়াংখেড়ে জানান, "তদন্তকারী দল থেকে আমাকে অপসারিত করা হয়নি। আদালতে রিট পিটিশনে আমি নিজেই এই তদন্তভার কেন্দ্রীয় টিমের হাতে তুলে দেওয়ার কথা বলেছিলাম।"
এই ছয় মামলা ট্রান্সফারের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। আগামী রোববার মুম্বাই পৌঁছাবে সেই দল। এ বিষয়ে এনসিবি সূত্র বলে, "এই পাঁচটি মামলার সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক প্রভাব জড়িত। তাছাড়া, মামলাগুলোতে ভারতের একাধিক রাজ্যের যোগ থাকায় সেগুলো সেন্ট্রাল ইউনিটের হাতে থাকাই শ্রেয়।"
এর আগে, গত সোমবার দিল্লিতে এনসিবির মুখ্য কার্যালয়ে হাজিরা দেন সমীর ওয়াংখেড়ে।
গত ২রা অক্টোবর গোয়াগামী একটি প্রমোদতরী থেকে শাহরুখ-পুত্র আরিয়ান খানসহ আটজনকে গ্রেপ্তার করে এনসিবি। তাদেরকে আটকের সময় দলের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে ওই মামলায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে জামিনে রয়েছেন আরিয়ান।
- সূত্র- হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা